বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি সালমারা

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 22:13 সোমবার, 12 নভেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট || 

নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক উইন্ডিজকে মাত্র ১০৬ রানে আটকে দিয়েছিল বাংলাদেশ নারী দল। তবে লক্ষ্য তাড়া করতে নেমে ৪৮ রানে অল আউট হয়ে ৬০ রানের ব্যবধানে হেরেছিল টাইগ্রেসরা।

সেই হারের ক্ষত না শুঁকাতেই সোমবার দিবাগত রাত ২ টায় ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের মেয়েরা। ওয়েস্ট ইন্ডিজের গ্রোস আইলেটে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

আসরে এখন পর্যন্ত মাঠে নামা হয়নি ইংলিশদের। আসরে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। বিশ্বকাপ শুরুর আগে ঘরের মাঠে একমাত্র টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে পূর্ণ মনোবল নিয়েই বিশ্বকাপে গিয়েছিল সালমারা।

তবে প্রথম ম্যাচে হেরে মানসিক ভাবে কিছুটা পিছিয়ে থেকেই মাঠে নামবে বাংলাদেশ নারী দল। মূল আসরের আগে সালমারা দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয় পেয়েছিল টাইগ্রেসরা।

তবে শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হার মানে তারা। নারী বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী দুই ম্যাচ শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আগামী ১৪ ও ১৮ নভেম্বর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। 

বাংলাদেশ স্কোয়াডঃ

সালমা খাতুন, রুমানা আহমেদ, জাহানারা আলম, ফারজানা হক, খাদিজা তুল কুবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, শামীমা সুলতানা, নাহিদা আকতার, পান্না ঘোষ, রিতু মনি, সানজিদা ইসলাম, নিগার সুলতানা, লতা মন্ডল, মোসাম্মত শারমিন আকতার সুপ্তা।

স্ট্যান্ডবাইঃ শামীমা সুলতানা, সুরাইয়া আজমিন, শায়লা শারমিন, সুলতানা খাতুন।