বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে

ডাবল সেঞ্চুরি একা করা যায় না- মুশফিক

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 18:39 সোমবার, 12 নভেম্বর, 2018

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২১৯ রানের দারুণ একটি ইনিংস খেলার পর ঢাকা টেস্টের পাদপ্রদীপের আলোয় অবস্থান করছেন মুশফিকুর রহিম। যদিও এই ইনিংসটির পুরো কৃতিত্ব নিজে নিতে চান না তিনি। 

বরং উইকেটে তাঁকে যোগ্য দেয়ার জন্য তরুণ অফ স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এবং 'টেস্ট স্পেশালিষ্ট' মমিনুল হককে কৃতিত্ব দিয়েছেন মুশফিক। মিরাজের সাথে ১৪৪ রান এবং মমিনুলের সাথে ২৬৬ রানর জুটি গড়া মুশফিক ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে বলেছেন,

'মমিনুল অনেক ভাল ব্যাট করেছে। মিরাজও ভাল ব্যাট করেছে। সব মিলিয়ে ভাল লাগছে। আর ডাবল সেঞ্চুরি একা করা যায় না, বড় জুটি থাকা লাগে। আমি তাঁদের প্রতি অনেক কৃতজ্ঞ।'   

প্রথম ইনিংসে একটি বড় সংগ্রহ দাঁড়া করানোটাই লক্ষ্য ছিল দলের বলে জানালেন মুশফিক। মিরপুরের উইকেটের বহুরূপী আচরণের কথা মাথায় রেখেই ইনিংস বড় করতে চেয়েছেন তিনি। আর সেই লক্ষ্যে যথেষ্ট সফল হয়েছেন 'মিস্টার ডিপেন্ডেবল' এবং তাঁর দল। টাইগার উইকেটরক্ষকের ভাষায়,  

'আমাদের আসলে প্রথম ইনিংসের রান খুব গুরুত্বপূর্ণ ছিল। আর উইকেটও আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। কাল আরও পরিবর্তন হবে। এই জন্য প্রথম ইনিংসটা যত বড় করা যায় সেই চেষ্টা করেছি। চেয়েছি আমাদের যেন পরে আবার ব্যাট না করতে হয়। সেদিক থেকে শুধু আমি না, আমরা এখন একটা ভাল অবস্থানে আছি'

অবশ্য জিম্বাবুয়েকে ফলো অনে ফেলতে হলে যে বোলারদেরকে অনেক ভাল বোলিংই করতে হবে সেটিও স্বীকার করছেন মুশফিক। এক্ষেত্রে টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনকেই পাখির চোখ করছেন তিনি। জানিয়েছেন প্রথম সেশনটি ঠিকভাবে কাজে লাগাতে পারলে ফলাফলও দ্রুত পাওয়া সম্ভব হবে, 

'আমাদের বোলারদের অনেক কাজ বাকি আছে। কারণ আমাদের বিশ উইকেট নিতে হবে। কাল প্রথম সেশনটা অনেক গুরুত্বপূর্ণ। প্রথম সেশনটা ক্যাপিটালাইজ করতে পারলে অবশ্যই ভাল কিছু হবে। আর যেটা বললেন, ডাবল সেঞ্চুরির পর ভাল লাগছে,' বলেছেন মুশফিক।