জাতীয় ক্রিকেট লীগ

৭৯ রানের লিড পেল আশরাফুলদের ঢাকা

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 20:05 বুধবার, 07 নভেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট || 

চিটাগাং বিভাগের বিপক্ষে জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের ম্যাচে ৭৯ রানে এগিয়ে আছে ঢাকা মেট্রো। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে আজ ৩ উইকেটে ৯৬ রানে নিয়ে তৃতীয় দিন শেষ করেছে মার্শাল আইয়ুবের নেতৃত্বাধীন ঢাকা। শামসুর রহমান ৩৭ এবং মোহাম্মদ আশরাফুল অপরাজিত আছেন ৭ রানে। 

এদিন ৩ উইকেটে ১৯৬ রান নিয়ে দিনের খেলা শুরু করা চিটাগাং অলআউট হয় ৩৪৫ রানে। দলটির পক্ষে দারুণ একটি শতক হাঁকিয়েছেন ওপেনার সাদিকুর রহমান। তাঁর ১০১ রানের ইনিংসটি ছাড়াও দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান এসেছে আরেক ওপেনার পিনাক ঘোষের ব্যাট থেকে। এছাড়াও অধিনায়ক ইয়াসির আলি ৬৪ এবং নাইম হাসান অপরাজিত থাকেন ৪৩ রানে। 

ঢাকা মেট্রোর পক্ষে বল হাতে দারুণ সফল ছিলেন পেসার আবু হায়দার রনি এবং কাজি অনিক। রনি ৯৭ রানে ৪টি এবং অনিক ৬৪ রানে ৩টি উইকেট শিকার করেছেন। অপরদিকে মোহাম্মদ আশরাফুল ২টি এবং শামসুর রহমান ১টি উইকেট নিতে সক্ষম হয়েছেন।  

এর আগে নিজেদের প্রথম ইনিংসে টসে জিতে ব্যাটিং করতে নেমে অধিনায়ক মার্শালের অনবদ্য শতকে ভর করে ৩২৮ রান সংগ্রহ করেছিল ঢাকা মেট্রো। মার্শাল ছাড়াও শরিফুল্লাহ ৪০ এবং আজমির আহমেদ ৩৫ রান করেছিলেন। চিটাগাংয়ের পক্ষে নাইম হাসান নিয়েছিলেন ৯৮ রান খরচায় ৪টি উইকেট। আর ১০৫ রানে ৩ উইকেট পেয়েছেন শাখাওয়াত হোসেন। 

ঢাকা মেট্রোর এই রানের জবাবে ৩৪৫ রানে অলআউট হওয়ায় মাত্র ১৭ রানের লিড পেয়েছিল চিটাগাং বিভাগ। পরবর্তী নিজেদের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৩ উইকেটে ৯৬ রান তুলে দিন শেষ করে মার্শাল আইয়ুবের ঢাকা। ফলে ৭৯ রানে এগিয়ে থেকেই খেলা শেষ করতে সক্ষম হয় তারা।

ঢাকা মেট্রো একাদশ- 

সাদমান ইসলাম, আজমির আহমেদ, শামসুর রহমান, মার্শাল আইয়ুব (অধিনায়ক), মোহাম্মদ আশরাফুল, আসিফ আহমেদ, জাবিদ হোসেন (উইকেটরক্ষক), শরিফুল্লাহ, আবু হায়দার রনি, কাজি অনিক, আসিফ হোসেন।   

চিটাগাং বিভাগ একাদশ- 

সাদিকুর রহমান, পিনাক ঘোষ, ইরফান শুক্কুর, তাসামুল হক, ইয়াসির আলি (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), সাজ্জাদুল হক, নাইম হাসান, ইফরান হোসেন, শাখাওয়াত হোসেন, হাসান মাহমুদ। 

সংক্ষিপ্ত স্কোর- 

ঢাকা মেট্রো (প্রথম ইনিংস)- ৩২৮/১০ (মার্শাল-১১০, শরিফুল্লাহ-৪০) ( নাইম-৪/৯৮, শাখাওয়াত-৩/১০৮) 

চিটাগাং বিভাগ (প্রথম ইনিংস)- ৩৪৫/১০ (সাদিকুর- ১০১, পিনাক- ৭৬) (রনি-৪/৯৭, অনিক- ৩/৬৪) 

ঢাকা মেট্রো (দ্বিতীয় ইনিংস)- ৯৬/৩ (তৃতীয় দিন শেষে) (শামসুর-৩৭*, আশরাফুল- ৭*)

তৃতীয় দিন শেষে অবস্থান- ঢাকা মেট্রো ৭৯ রানে এগিয়ে, হাতে আছে ৭টি উইকেট