জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)

এনামুলের হ্যাটট্রিকের পরও স্বস্তিতে নেই সিলেট

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 18:48 বুধবার, 07 নভেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) এনামুল হক জুনিয়রের হ্যাটট্রিক সহ পাঁচ উইকেটের পরও স্বস্তি নিয়ে তৃতীয় দিন শেষ করতে পারেনি সিলেট বিভাগ।

সিলেটের করা ২৩৮ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ঢাকা বিভাগ অল আউট হয়েছে ৩৪৬ রানে। প্রথম ইনিংসে তাদের লিড ১০৮ রানের।

ঢাকার লিডটা লাগাম ছাড়া হতে দেননি সিলেটের বোলার এনামুল হক জুনিয়র। আগের দিন শিকার করেছিলেন দুই উইকেট।

তৃতীয় দিনে ঢাকা বিভাগের ইনিংসের ৭৬তম ওভারের চতুর্থ বলে তাইবুর রহমানকে সরাসরি বোল্ড করেন এনামুল।

তার পরের বলে জাকের আলীর হাতে ধরা পড়েন ঢাকার ব্যাটসম্যান আবদুল মজিদ। ফলে গতকালের করা ১০৪ রানের মাথায় সাজঘরে ফিরতে হয় তাকে।

ওভারের শেষ বলে নাজমুল হাসান মিলনকে বোল্ড করে হ্যাটট্রিক পূরণ করেন এনামুল। সেই সঙ্গে পাঁচ উইকেট পূর্ণ হয় তার।

এরপর আর কেউ দাঁড়াতে না পারলে ঢাকার ইনিংস থামে ৩৪৬ রানে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে সিলেট।

দলীয় ১০ রানে ওপেনার ইমতিয়াজ হোসেন ৮ রান করে আউট হয়েছেন শাহাদাত হোসেনের বলে। জাকির হাসানকেও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরিয়েছেন শাহাদাত।

এরপর শানাজ আহমেদ ১২ রান করে ও অলক কাপালী ৩৯ রান করে সাজঘরে ফিরলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সিলেট।

অবশ্য, সিলেটের আশার আলো হয়ে অপরাজিত আছেন ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামা রাজিন সালেহ।

তার সঙ্গী এনামুল হক জুনিয়র অপরাজিত আছেন ২ রান করে। সিলেট তৃতীয় দিন শেষ করেছে ৪ উইকেট হারিয়ে ১০২ রান করে।

সংক্ষিপ্ত স্কোর: 

সিলেট ১ম ইনিংসঃ ১০০ ওভারে ২৩৮ (ইমতিয়াজ ১৪, শানাজ ১০, জাকির ১৫, রাজিন ৬৭, কাপালী ২৮, শাহানুর ২৯, জাকের ৫৫*, এনামুল জুনিয়র ১৪, ইমরান ০, নাবিল ২, ইবাদত ১; শাহাদাত ৩/৬৪, নাজমুল ০/২০, মোশাররফ ২/৬২, শুভাগত ২/৩৫, তাইবুর ০/৪৪, সাইফ ২/১৩)

ঢাকা ১ম ইনিংসঃ  ১১৪.৫ ওভারে ৩৪৬/১০ (রনি ১৯, মজিদ (আহত অবসর) ১০৪*, সাইফ ৯, রকিবুল ৪০, শুভাগত ৩০, তাইবুর ১৫, নাদিফ ২৮, মিলন ০, মোশাররফ ৫০, অনিক ২ ও শাহাদাত ৩৪*; ইমরান ১/৪২, নাবিল ১/৫৪, ইবাদত ২/৫৯, এনামুল জুনিয়র ৫/৮৭, শাহানুর ১/৯৭) 

সিলেট ২য় ইনিংসঃ ইমতিয়াজ ৮, শানাজ ১২, জাকির ০, অলক ৩৯, রাজিন ৪০* ও এনামুল ২*; শাহাদাত ২/১৯, তাইবুর ১/২৮ ও শুভাগত ১/২৬।