শ্রীলংকা-বাংলাদেশ সিরিজ

টাইগার যুবাদের চতুর্থ ওয়ানডে পরিত্যক্ত

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 20:55 মঙ্গলবার, 06 নভেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

বৃষ্টি থেকে রেহাই পাচ্ছে না শ্রীলঙ্কা ও বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচ ছিল অমীমাংসিত। এরপর টানা তিন ম্যাচে বাগড়া দিয়েছে বৃষ্টি।

মঙ্গলবার সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নেমেছিল দুই দল। তবে বৃষ্টি বাঁধায় ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। শুরু থেকেই বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ২২ ওভারে।

নির্ধারিত ওভারে বাংলাদেশ যুব দল সংগ্রহ করে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন যুব দলের অধিনায়ক তৌহিদ হৃদয়। তাছাড়া তানজিদ হাসানের ব্যাট থেকে এসেছে ২৫ রান।

লঙ্কান যুব দলের হয়ে রুহান সঞ্জয়া ৩ টি ও রবিন ডি সিলভা নেন ২ টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ৮.৫ ওভার ব্যাট করতে পারে লঙ্কানরা। এরপর বৃষ্টি শুরু হলে আর একটি বলও মাঠে গড়ায়নি। সে সময় লঙ্কান যুবাদের সংগ্রহ ছিল ৫ উইকেট হারিয়ে ৩৪ রান।

মূলত তৌহিদ হৃদয় আর শামীম হোসেন দুজনই ধসিয়ে দিয়েছিলেন লঙ্কানদের টপ-মিডেল অর্ডার। হৃদয় ৩ টি ও শামীম নিয়েছেন ২ টি উইকেট। বৃষ্টির কারণে সিরিজের প্রথম ম্যাচটিও পরিত্যক্ত হয়েছিল।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ যুব দল দারুণ জয় তুলে নেয়। এরপর শনিবার তৃতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনের হিসাব নিকাশে হেরে যায় বাংলাদেশ। বর্তমানে সিরিজে ১-১ সমতা রয়েছে।