দল বিশ্লেষণ

ভাইকিংসদের তুরুপের তাস আশরাফুল-মুশফিক

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 13:22 সোমবার, 29 অক্টোবর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে শেষ করেছিল চিটাগং ভাইকিংস। আগামী আসরকে সামনে রেখে ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে ভাইকিংসরা।

প্লেয়ার্স ড্রাফট থেকে শুরুতেই মুশফিকুর রহীমকে দলে নিয়ে দারুণ চমক দিয়েছে চিটাগং ভাইকিংস। তবে, ৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা মোহাম্মদ আশরাফুলকে দলে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন দলটি।

চট্টগ্রামের এই দলটিতে তারকা বলতে এই দুজনই। বাকিরা প্রায় সবাই তরুণ। গত আসরে মাঠ মাতানো সিকান্দার রাজা, লুক রঞ্চি ও স্থানীয় ক্রিকেটার সানজামুল ইসলামকে ধরে রেখেছে দলটি।

এবার দলে ভিড়িয়েছে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার সাদমান ইসলামকে। এছাড়াও বিপিএলের আসরে ভাইকিংসদের ভরসা হয়ে দাঁড়াতে পারেন দক্ষিণ আফ্রিকার ক্যামেরুন ডেলপোর্ট ও রবি ফ্রাইলিংক, আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান, শ্রীলঙ্কার দাসুন শানাকা।

এছাড়া জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে মোসাদ্দেক হোসেন সৈকত ও আবু জায়েদ রাহি রয়েছেন। দলটির পেস বোলিং আক্রমণে নতুন রং যোগ করবেন তরুণ পেসার খালেদ আহমেদ।

সব মিলিয়ে গত আসরের ব্যর্থতা ভুলে নতুন উদ্যোমে শুরু করার দারুণ রসদ পেয়েছে চিটাগং ভাইকিংস। এখন দেখার বিষয় দলটি মাঠের খেলায় কতটা সফল হয় ব্যাটে-বলে।

চিটাগং ভাইকিংসঃ

সিকান্দার রাজা, লুক রনকি, মুশফিকুর রহীম, সানজামুল ইসলাম, রবি ফ্রাইলিংক, নাঈম হাসান, সৈয়দ খালেদ, আহমেদ আবু যায়েদ রাহি, মোসাদ্দেক হোসেন সৈকত, ক্যামেরন ডেলপোর্ট, দাসুন সানাকা, মোহাম্মদ আশরাফুল, রবিউল হক, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নিহাদুজ্জামান, নাজিবুল্লাহ জাদরান, সাদমান ইসলাম।