বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

এই উইকেটে ব্যাট করা সহজ ছিল নাঃ ইমরুল

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 23:02 রবিবার, 21 অক্টোবর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||  

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে  ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন টাইগার ওপেনার ইমরুল কায়েস। ম্যাচ সেরার পুরষ্কার হাতে তিনি জানিয়েছেন এই উইকেটে ব্যাট করা সহজ ছিল না।

"আমি যখন ব্যাট করছিলাম, আমি আমার সেরাটা দিতে চেয়েছিলাম। এই উইকেট ব্যাট করার জন্য সহজ ছিল না। আমাকে ধৈর্য ধরতে হয়েছিল। মিথুনের সাথে আমার জুটিটা দারুণ ছিল।"

দলীয় ১৭ রানের মধ্যে দুই ব্যাটসম্যান লিটন দাস ও অভিষিক্ত ফজলে রাব্বি সাজঘরে ফিরেছিলেন। তৃতীয় উইকেটে মুশফিকুর রহীমের সাথে ৪৯ রানের জুটি গড়েন ইমরুল। এরপর চতুর্থ উইকেটে আরেকটি জুটি গড়েন মিথুনকে নিয়ে।

চতুর্থ উইকেটে এই দুজনে যোগ করেন ৭১ রান। আর সপ্তম উইকেটে সাইফুদ্দিনকে নিয়ে ১২৭ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে  নেন ইমরুল। এই বাঁহাতি ওপেনার জানিয়েছেন তার চেষ্টা ছিল ইনিংসের শেষ পর্যন্ত থাকার।

"আমি চিন্তা ছিল ইনিংসের শেষ পর্যন্ত থাকার। ভিন্ন কিছু করতে হলে শেষ পর্যন্ত থাকতে হত। উইকেট পড়তে থাকলে স্বাভাবিক ভাবেই সেট ব্যাটসম্যানের উপর চাপ তৈরি হয়।"

তবে, শেষ পর্যন্ত থাকতে না পারলেও ১৪০ বলে ১৪৪ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন তিনি। ৬ টি ছক্কা আর ১৩ টি চারে সাজানো ছিল তার ইনিংসটি।