বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

লাইন, লেন্থ আর গতিতে সফল এবাদত

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 19:07 শুক্রবার, 19 অক্টোবর, 2018

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বল হাতে আলো ছড়িয়েছেন বিসিবির হাই পারফর্মেন্স দলের পেসার এবাদত হোসেন। ওয়ানডে সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়েকে কম রানে গুটিয়ে দেয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে এই পেসার জানিয়েছেন, এই ম্যাচে লাইন লেন্থ ঠিক রেখে জোরে বল করার পরিকল্পনা করেছিলেন তিনি। সেই পরিকল্পনায় সফল এবাদত।

"আমরা শেষ চার মাস এইচপি ক্যাম্প করেছিলাম। তাঁর আগে আমরা ১০ দিনের একটি পেস বোলিং ক্যাম্পও করেছিলাম, চাম্পাকার সাথে। আজকের এই ম্যাচে পেস বোলার হিসেবে আমি প্রথমেই ঠিক করেছি জোরে করার। চেষ্টা করব লাইন অ্যান্ড লেন্থটা মেন্টেইন করার জন্য। এটাই আমার প্রথম টার্গেট ছিল। আমার ন্যাচালার সুইংটা ভেতরে আসে। এখন জোরে বল করার সাথে সুইংটা মেন্টেইন করা ও লাইন লেন্থ ধরে রাখা।"

জিম্বাবুয়ের বিপক্ষে ৯ ওভার বল করে মাত্র ১৯ রান খরচায় তুলে নিয়েছেন ৫ টি উইকেট। আর তার আগুন ঝরা বোলিংয়ে সফরকারীরা গুটিয়ে যায় ১৭৮ রানে। এই ম্যাচে বিসিবি একাদশ জয় পেয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে।

জাতীয় ক্রিকেট লিগের প্রথম ম্যাচে খেলেছিলেন তিনি। তবে বাকি দুই ম্যাচ মাঠেই গড়ায়নি বাজে আবহাওয়ার কারণে। সেই আক্ষেপই জুড়িয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে। এবাদত জানিয়েছেন এই সুযোগটিরই অপেক্ষা করছিলেন তিনি।

"এনসিলে প্রথম ম্যাচ খেলেছিলাম। শেষ দুই ম্যাচ খেলা হয়নি, ওয়েদার খারাপ ছিল। এই সুযোগটা পাওয়ায় আমাদের অনেক ভাল হয়েছে। আমি চেষ্টা করেছ নিজেকে এখানে মেলে ধরার চেষ্টা করেছি।"

দুই বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে একটি প্রস্তুতি ম্যাচেও বল হাতে দাপট দেখিয়েছিলেন এবাদত। সেবার তার শিকার ছিল ইংল্যান্ডের ৫ ব্যাটসম্যান। সেই ম্যাচটি বেশ কঠিন ছিল বলেও জানিয়েছেন এবাদত।

"ইংল্যান্ডের সাথে প্রস্তুতি ম্যাচটা অনেক কঠিন ছিল। কারণ আমি সেকেন্ড স্পেলে বল করছিলাম। আল আমিন ভাই ও কামরুল ইসলাম রাব্বি ভাই প্রথমে বল করেছিল। প্রথম ৮ ওভারে প্রায় ১১০ রানের মত হয়ে গিয়েছিল। তখন অনেকটা প্রেশার ছিল, পরে বল করাটা। একটু ভয় কাজ করছিল, জীবনে প্রথম এমন ইংল্যান্ডের সাথে, চেষ্টা করেছি নিজের বেস্টটা দিতে। আলহামদুলিল্লাহ সেদিন ভাল বল হয়েছে।"