এশিয়া কাপ

প্রথম শিরোপার কতটা দূরে বাংলাদেশ?

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 01:08 শুক্রবার, 28 সেপ্টেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

এশিয়া কাপে সবচেয়ে বেশিবার শিরোপা জয়ী দলের নাম ভারত। তারা এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে ৬ বার। এরপর শ্রীলঙ্কা পাঁচবার ও পাকিস্তান জিতেছে দুইবার করে। বাংলাদেশ দুই আসরের ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেনি।

তবে, শক্তি, সামর্থ্য ও পারফর্মেন্সে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে পেছনে ফেলে তৃতীয় বারের মতো এশিয়ার ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। ২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে মাত্র ২ রানে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল টাইগাররা।

আর ২০১৬ সালে ভারতের বিপক্ষে মাশরাফি বিন মর্তুজার দল হারে ৮ উইকেটের ব্যবধানে। এবার আরেকটি ফাইনাল। ২০১২ সালে ২ রানের হারের বেদনা ভুলে বাংলাদেশ কি প্রথম শিরোপা ঘরে নিয়ে যেতে পারবে?

সেই সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছেনা! ইনজুরির কারণে দলের সেরা দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়াই পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান মনে করেন বাংলাদেশের ট্রফি জিততে একটু সময় লাগবে।

গত ১৮ বছর ধরে বাংলাদেশ দল টেস্ট ক্রিকেট খেলছে। সেই অভিজ্ঞতা কাজে লাগছে সীমিত ওভারের ক্রিকেটেও। অনেক দলেরই নিজেদের প্রথম শিরোপা জিততে অনেক সময় লেগে যায়। ভারত ১৯৭১ সালে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে।

কিন্তু নিজেদের প্রথম বিশ্বকাপ শিরোপার স্বাদ পেতে ১৯৮৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। ১৯২৬ সালে ক্রিকেট শুরু করা শ্রীলঙ্কা বড় কোনো শিরোপার স্বাদ পায় এশিয়া কাপ দিয়েই। ১৯৮৬ সালে তারা শিরোপা ঘরে তোলে এই টুর্নামেন্টের।

এরপর তাদের বিশ্বকাপের শিরোপা জিততে আরও ১০ বছর অপেক্ষা করতে হয়। ১৯৯৬ সালে তারা বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে। আর পাকিস্তান ১৯৭৯,১৯৮৩, ১৯৮৭ সালের বিশ্বকাপের সেমিফাইনালের দরজা থেকে ফিরে আসে।

তবে ১৯৯২ সালে প্রথম শিরোপার স্বাদ নেয় বিশ্বকাপ দিয়ে। ফলে বোঝাই যাচ্ছে নিজেদের প্রথম শিরোপার স্বাদ পেতে দলগুলোকে অনেক কঠিন সময় পাড়ি দিতে হয়েছে। যে সময়টা এখন পার করছে বাংলাদেশ দল।

খুব দ্রুতই ট্রফি জেতা না জেতার সূক্ষ্ম বিভক্তি রেখাটা পেরিয়ে আসবে বাংলাদেশ এমনটাই প্রত্যাশা করেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। তবে কোনো ভাবেই শুক্রবারের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে হারতে চাননা। এখন দেখার বিষয় ভাগ্য বিধাতা কি লিখে রেখেছে বাংলাদেশের কপালে।

ধাওয়ান বলেছেন, ‘বাংলাদেশ গত ১৮ বছর ধরে টেস্ট খেলছে। তাদের ট্রফি জিততে হয়তো সময় লাগবে। অনেক সময় অনেক দলেরই একটা শিরোপা জিততে অনেক সময় লেগে যায়। আমি ব্যাপারটা দুইভাবে দেখি, আমি অবশ্যই চাইব কাল এশিয়া কাপের ফাইনালে ভারত বাংলাদেশকে হারাক। কিন্তু আমি বিশ্বাস করি আমরা খুব শিগগিরই দেখব বাংলাদেশ ট্রফি জেতা না জেতার সূক্ষ্ম বিভক্তি রেখাটা পেরিয়ে আসবে।’