বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজে সবুজ উইকেটের হাতছানি

জুবাইর

জুবাইর
প্রকাশের তারিখ: 00:41 মঙ্গলবার, 19 জুন, 2018

চলমান শ্রীলঙ্কা দলের ওয়েস্ট ইন্ডিজ সফর বাংলাদেশ দলের জন্য সুখকর বার্তা দিচ্ছে না। উইন্ডিজ পেসারদের দাপট ও উইকেটের চরিত্র বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের রাতের ঘুম হারাম করতে বাধ্য।

বিশেষ করে দুই ফ্রন্ট লাইন পেসার শ্যানন গেব্রিয়েল ও কিমার রোচের দুর্দান্ত ফর্মের সাথে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উইকেটের সবুজাভাব উপমহাদেশের যে কোন দলের চিন্তার কারন হবে।

বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল আসন্ন কঠিন পরীক্ষার জন্য নিজেকে তৈরি করে চলছেন। নিজের প্রস্তুতি নিয়ে ক্রিকবাজের সাক্ষাৎকারে কথা বলার সময় তিনি বলেছেন,

'অনুমান করা সহজ। সম্প্রতি শ্রীলঙ্কার সাথে দুইটি টেস্ট দেখে বুঝেছি সেখানে উইকেটে যথেষ্ট ঘাস থাকবে। ফ্ল্যাট উইকেট হওয়ার সম্ভাবনা খুবই কম, বিশেষ করে চার ফাস্ট বোলার খেলালে পেসারদের জন্যই উইকেট বানানো হবে।'

এক দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে আসা তামিম ইকবাল নিজেই সমস্যার সমাধান বাতলে দিলেন। তার ভাষায়, 'উইকেটে ঘাস থাকবে তাই বলে আমরা রক্ষণাত্মক ক্রিকেট খেলতে হবে এমন কোন কথা নেই। 

রক্ষণাত্মক ক্রিকেট খেললে আমাদের জন্যই কঠিন হবে। আমাদের ইতিবাচক ক্রিকেট খেলতে হবে এবং বল ছেড়ে খেলা হবে সাফল্যের চাবিকাঠি। আমাদের দীর্ঘসময় ব্যাট করতে হবে। রান করার সুযোগ থাকলে রান করতে হবে। আমি মনে করি সতর্ক ও আক্রমণাত্মক ক্রিকেটের মিশেল থাকতে হবে।'