বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ

পুরো সিরিজেই অনিশ্চিত মুস্তাফিজ?

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 22:35 বৃহস্পতিবার, 14 জুন, 2018

কয়েকদিন আগেই জানা গিয়েছিলো পায়ের ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারছেন না বাংলাদেশ ক্রিকেট দলের ফ্রন্ট লাইন পেসার মুস্তাফিজুর রহমান।

এবার জানা গেছে শুধু প্রথম টেস্টেই নয়, পুরো সিরিজ জুড়েই অনিশ্চয়তার বেড়াজালে আবদ্ধ রয়ে গেছেন ফিজ। অর্থাৎ দ্বিতীয় টেস্ট তো বটেই, ওয়ানডে সিরিজেও কাটার মাস্টারের খেলা নিয়ে সৃষ্টি হয়েছে সংশয়ের।

বর্তমানে ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন মুস্তাফিজ।চিকিৎসকদের দেয়া তথ্য মতে ঠিকমতো নিয়ম মেনে চললে ফিজের সুস্থ হতে তিন সপ্তাহের মতো সময় লাগবে। তবে সমস্যা অন্য জায়গায়।

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দুই এক দিনের মধ্যে অথব ঈদের পর পরই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুস্তাফিজ পুরোপুরি সুস্থ না হলে সেই দলে তাঁর জায়গা হবে কিনা সেটি নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

কেননা দ্বিতীয় টেস্টের আগে ফিজ যে সুস্থ হয়ে উঠবেনই সেই আশাও দুলছে সংশয়ের দোলাচলে। যদিও মুস্তফিজ নিজে ফেরার ব্যাপারে বেশ আশাবাদি। দুই দিন আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে তিনি নিজেই জানিয়েছিলেন এমনটা। ফিজ বলেছিলেন,

'আমি বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি এবং চেষ্টা করছি নিয়ম মেনে চলতে। এরই মধ্যে তিন সপ্তাহ পার হয়েছে এবং আমি কিছুটা ভালো অনুভব করছি। কেউই ইনজুরিতে পড়তে চায় না। তবে এটি খেলার একটি অবিচ্ছেদ্য অংশ। যদিও সবগুলো ইনজুরি আমার ভাগ্যে লেখা ছিলো এবং আমার এতে কোনো নিয়ন্ত্রণ নেই।'

উল্লেখ্য আগামী মাসের ৪ তারিখে ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াইয়ে নামতে চলতি মাসের ২৩ তারিখেই দেশ ছাড়বে টাইগাররা। আর টাইগারদের সফরসঙ্গী কি আদৌ হতে পারবেন কিনা মুস্তাফিজ সেটি সময়ই বলে দিবে।