|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘদিন ধরে মাঠের বাইরে তামিম ইকবাল। চলমান জাতীয় ক্রিকেট লিগেও (এনসিএল) দেখা যায়নি দেশসেরা এই ওপেনারকে। কদিন আগেই অনুশীলন শুরু করেছেন তিনি। সবাই ধারণা করছিলেন আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে নিজেকে ঝালিয়ে নিচ্ছিলেন তিনি।
বিপিএলের আগামী আসরেও তিনি মাঠে নামবে ফরচুন বরিশালের হয়ে। তবে বরিশালের জার্সি গায়ে দেয়ার আগেই তামিমের খেলা দেখতে পারবেন তার ভক্ত-সমর্থকরা। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে ৫টি ম্যাচে তাকে খেলতে দেখা যাবে।
এই বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে বিশেষ একটি সূত্র। সূচি চূড়ান্ত না হলেও জানা গেছে জাতীয় লিগের টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে ১১ ডিসেম্বর। আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে লিগ পর্বের ম্যাচগুলো।
আর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম বা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সবকিছু ঠিক থাকবে বিশ ওভারের এই টুর্নামেন্টের শুরু থেকেই মাঠে দেখা যাবে তামিমকে।
বরাবরের মতো তামিমকে দেখা যাবে চট্টগ্রামের জার্সি গায়ে। বাঁহাতি এই ওপেনার পেশাদার ক্রিকেটে সর্বশেষ ম্যাচ খেলেছেন গত মে মাসে, ঢাকা প্রিমিয়ার লিগে। এরপর ছয় মাসের লম্বা বিরতিতে পর আবারও মাঠে ফেরার প্রস্তুতি শুরু করেছেন তামিম।
মাঠে না থাকলেও তামিম আছেন ক্রিকেটের আশেপাশেই। বাংলাদেশ দলের সর্বশেষ ভারত সফরে ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন বাঁহাতি এই বাংলাদেশি ব্যাটার। দারুণ গঠনমূলক ধারাভাষ্য দিয়ে প্রশংসাও কুড়িয়েছেন তিনি।