অস্ট্রেলিয়া - পাকিস্তান সিরিজ

৪ পেসারের একাদশ নিয়ে নামছে পাকিস্তান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:07 রবিবার, 03 নভেম্বর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

সাজিদ খান ও নোমান আলীর স্পিন জাদুতে ঘরের মাঠে ইংল্যান্ডকে টেস্টে গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান। তবে অস্ট্রেলিয়া সফরের পরিকল্পনায় বদল এনেছে তারা। মোহাম্মদ রিজওয়ানের অধীনে খেলতে যাওয়া প্রথম ওয়ানডের একাদশে রাখা হয়নি কোন স্পিনারকে। মেলবোর্নে চার পেসারের একাদশে দেখা যাবে শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন এবং নাসিম শাহকে।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্টের দল থেকে বাদ পড়েছিলেন বাবর আজম, শাহীন আফ্রিদি ও নাসিম। বিরতি কাটিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম ওয়ানডে দিয়ে পাকিস্তানের জার্সিতে ফিরছেন তারা তিনজন। যদিও চলতি বছরে কোন ওয়ানডে খেলেনি পাকিস্তান। সবশেষ ২০২৩ বিশ্বকাপের পর এটিই পাকিস্তানের প্রথম ওয়ানডে।

লম্বা সময় জাতীয় দলে ফেরা হাসনাইনও আছেন মেলবোর্নে হতে যাওয়া প্রথম ওয়ানডের একাদশে। মাসখানেক আগে পাকিস্তানের চ্যাম্পিয়নস ওয়ানডে কাপে ১৭ উইকেট নিয়েছেন। যার ফলে ২০২৩ সালের জানুয়ারির পর পাকিস্তানের হয়ে ৫০ ওভারের ক্রিকেট খেলতে যাচ্ছেন ডানহাতি এই পেসার।

মেলবোর্নের উইকেট পেস এবং বাউন্সি হওয়ায় অনুমেয়ভাবেই একাদশে বিশেষজ্ঞ স্পিনার রাখেনি পাকিস্তান। তবে দলের প্রয়োজনে হাত ঘুরাতে পারবেন সাইম আইয়ুব, আঘা সালমান ও কামরান গুলাম। যার ফলে পেস এবং স্পিনে খুব বেশি ঘাটতি থাকছে না তাদের। ওপেনিংয়ে আব্দুল্লাহ শফিকের সঙ্গে দেখা যাবে সাইমকে। রিজওয়ান, সালমানদের নিয়ে মিডল অর্ডারও শক্তিশালী।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে অধিনায়কের অধ্যায় শুরু হচ্ছে রিজওয়ানের। সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন বাবর। পরবর্তীতে টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক চূড়ান্ত করলেও ৫০ ওভারের ক্রিকেটের খেলা না থাকায় ওয়ানডে অধিনায়ক দেয়নি পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আবারও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে ফেরানো হয় বাবরকে।

যদিও কদিন আগে ব্যাটিংয়ে মনোযোগ দিতে আবারও নেতৃত্ব ছেড়ে দেন তিনি। বেশ কয়েকজন আলোচনায় থাকলেও এবার পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব তুলে দেয়া হয়েছে রিজওয়ানের কাঁধে। ফলে স্থায়ী অধিনায়ক হিসেবে এবারই প্রথম ওয়ানডেতে টস করতে নামবেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার।

পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, কামরান গুলাম, আঘা সালমান, ইরফান খান, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।