|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে চট্টগ্রাম বিভাগকে মাত্র ১৯৮ রানে অল আউট করে দিয়েছিল। তারা প্রথম দিন শেষ করেছিল ৫ উইকেটে ১১৪ রান নিয়ে। সেখান থেকে তারা অল আউট হয়েছে মাত্র ১৫২ রানে। তারা দ্বিতীয় দিন মাত্র ৩৮ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারিয়েছে।
৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চট্টগ্রাম অল আউট হয়েছে ১৭৩ রান করে। ফলে সিলেটের সামনে ২২০ রানের লক্ষ্য দাঁড়িয়েছে। চ্যালেঞ্জিং লক্ষ্যে খেলতে নেমে ২ উইকেটে ১৩০ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে সিলেট। জয় পেয়ে সিলেটের মাত্র ৯০ রান প্রয়োজন হাতে তাদের ৮ উইকেট।
দলটির হয়ে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ৫১ রান করে আউট হয়েছেন ওপেনার তৌফিক খান তুষার। ৩৬ রান করে ফিরেছেন জাকির হাসান। শেষ বিকেলে সিলেটকে আর কোনো বিপদ হতে দেননি পিনাক ঘোষ ও অমিত হাসান। পিনাক ১৪ ও অমিত ২৩ রান নিয়ে ব্যাট করছেন।
দিনের শুরুতে নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ১১৪ রান নিয়ে ব্যাট করতে নামে সিলেট। ২১ রান করে অপরাজিত ছিলেন নাসুম আহমেদ ও আসাদুল্লাহ আল গালিব ১৭ রান নিয়ে ব্যাট করছিলেন। নাসুম এদিন আর কোনো রান না যোগ করেই আউট হন।
গালিব ৩৪ রান করে ফিরেছেন। এরপর আর কেউ দাঁড়াতে না পারলে গুটিয়ে যায় সিলেট। চট্টগ্রামের হয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন ইফরান হোশেন। আর দুটি উইকেট নেন আশরাফুল হাসান। একটি করে উইকেট পেয়েছেন ফাহাদ হোসেন ও ইফতেখার সাজ্জাদ।
এরপর নিজেদের দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে মাত্র ২৯ রান তুললেও দ্বিতীয় উইকেটে ৭৫ রান যোগ করেন পারভেজ হোসেন ইমন ও সাজ্জাদুল হক রিপন। ইমন ৪০ রান করে ফিরলে এই জুটি ভাঙে। এরপর ৪২ রান করে ফিরে যান সাজ্জাদও।
এরপর শুরু হয় চট্টগ্রামের ব্যাটারদের আশা যাওয়া আশরাফুল শেষদিকে ২৮ রান করে চট্টগ্রামকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন। সিলেটের হয়ে নাইম আহমেদ, নাসুম আহমেদ ও রেজাউর রহমান রাজা ৩টি করে উইকেট নেন। একটি উইকেট পেয়েছেন তোফায়েল আহমেদ।