পাকিস্তান ক্রিকেট

শান মাসুদকে বিব্রতকর প্রশ্ন করে বিপাকে রমিজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:19 রবিবার, 27 অক্টোবর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

টানা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছিল পাকিস্তান। ২০২১ সালের পর ঘরের মাঠে কোনো টেস্ট সিরিজই যেন জিততে পারছিল না তারা। তবে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ পারফরম্যান্সে আবারও ঘুরে দাঁড়িয়েছে দলটি। যদিও এমন জয়ের পরও পাকিস্তানের অধিনায়ক শান মাসুদকে অতীতের গ্লানি নিয়ে প্রশ্ন করেছিলেন রমিজ রাজা।

তার প্রশ্নের ধরন নিয়ে সমালোচনা হচ্ছে অনেক। পিসিবি এবার রমিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বলেও জানিয়েছে দেশটির বেশ কয়েকটি সংবাদমাধ্যম। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জয়ের আগে টানা ৬ ম্যাচে হেরেছিল শান মাসুদের দল। 

সেই প্রসঙ্গ টেনেই রমিজ প্রশ্ন করেছিলেন, ‘টানা ৬ ম্যাচে হার, এমন অর্জন কীভাবে করলে?’ শান মাসুদ অবশ্য এমন প্রশ্ন বেশ স্বাচ্ছন্দ্যেই সামাল দিয়েছেন। তিনি বলেছেন, ‘রমিজ ভাই, আসলে এটাকে বাজে একটা রাতের মতো মনে হয়েছে। আপনি একের পর এক যখন ম্যাচ হারবেন, এটা কষ্টদায়ক।’

এরপর শান মাসুদকে পান্টা প্রশ্ন করেন রমিজ রাজা। তকিনি জিজ্ঞেস করেন, ‘এই খারাপ সময়ে তোমার পাশে কে ছিল?’ উত্তরে পাকিস্তানের টেস্ট অধিনায়ক বলেছেন, ‘অনেক মানুষ। পরিবার তো আছেই, ক্রিকেট পরিবারও পাশে ছিল। বাংলাদেশের কাছে হারের পর অনেকেই ইতিবাচক বার্তা দিয়েছে।'

'এমনকি ক্রিকেট বোর্ড, খেলোয়াড়দের মধ্য থেকেও। একটা কথা এখনো মনে আছে—প্রথম ম্যাচে যখন হারলাম, তখন রিজওয়ান বলেছিল ‘‘আল্লাহ পরীক্ষা নিচ্ছে, হয়তো বড় কোনো কাজ আমাদের দিয়ে করাবেন।’’ দিন শেষে দলের জয় চাই, আমার কী হোক না হোক, আমি পরোয়া করি না। আমাদের, পুরো জাতির জয়টা প্রয়োজন ছিল।’

শান মাসুদকে শুধু অতীত পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করেই ক্ষান্ত হননি রমিজ। তিনি শান মাসুদের একটি শট নিয়েও প্রশ তোলেন। সাবেক এই পিসিবি সভাপতির এমন কান্ড অবাক করেছে পাকিস্তানের এক সময়ের তারকা পেসার মোহাম্মদ আমিরকে।

তিনি রমিজের প্রশ্নের সমালোচনা করে বলেছেন, ‘যখন কৃতিত্ব দেওয়া প্রয়োজন, তখন কৃতিত্ব দিন। শানের জন্য খুব খারাপ লেগেছে। এত বছর ধরে ধারাভাষ্য দিচ্ছেন, এরপরও জয়ী অধিনায়ককে কী প্রশ্ন করতে হয়, এর কোনো ধারণাই নেই।’