|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে চট্টগ্রাম বিভাগকে মাত্র ১৯৮ রানে গুঁড়িয়ে দিয়েছে সিলেট বিভাগ। চট্টগ্রামের ইনিংস অল্প রানে আটকে রাখতে বড় ভূমিকা রেখেছেন সিলেটের দুই পেসার রেজাউর রহমান রাজা ও তোফায়েল আহমেদ। দুজনেই ৩টি করে উইকেট নিয়েছেন।
এই ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে চট্টগ্রাম। মাত্র ১৮ রানেই তারা হারায় ওপেনার সাদ্দাম হোসেনের উইকেট। এরপর দলীয় ৫৮ রানে জোড়া উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে দলটি। সেখান থেকে সাজ্জাদুল ইসলাম রিপন ও ইয়াসির আলী চৌধুরী মিলে ৫১ রানের জুটি গড়ে চট্টগ্রামের সংগ্রহ একশ পাড় করে।
সাজ্জাদুল আউট হয়েছেন ৩৩ রান করে। এরপর শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে চট্টগ্রামের ইনিংস টানেন ইয়াসির। পাটোয়ারিও ইনিংস বড় করতে পারেননি। ২৪ রান করে ফিরে যান এই ব্যাটার। এরপর আর কেউই ইয়াসিরকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। একপ্রান্ত আগলে রেখে ৯১ বলে ৭৩ রান করে আউট হন ইয়াসির।
এরপর আর বেশি লম্বা হয়নি চট্টগ্রামের ইনিংস। জবাবে খেলতে নেমে ২২ রানেই ২ উইকেট হারায় সিলেট। ফিরে যান দুই ব্যাটার তৌফিক খান তুষার ও জাকির হাসান। তুষার হয়েছেন রান আউট। আর জাকিরকে ফেরান ফরহাদ হোসেন। এরপর পিনাক ঘোষ ও অমিত হাসান ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি।
২০ রান করে পিনাক হয়েছেন আশরাফুল হাসানের শিকার। আর অমিত ২৭ রান করে উইকেট দিয়েছেন ইরফান হোসেনকে। এরপর মাইশুকুর রহমানকে রানের খাতাই খুলতে দেননি ইরফান। অবশ্য শেষ বিকেলে আর কোনো বিপদ হতে দেননি আসাদুল্লাহ আল গালিব ও নাসুম আহমেদ। আসাদুল্লাহ ১৭ ও নাসুম ২১ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন। এরই মধ্যে সিলেটের ৬১ রানের লিড নিশ্চিত হয়েছে।