|| ডেস্ক রিপোর্ট ||
হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড সিরিজে। ২ ম্যাচ শেষে ১-১ সমতায় রয়েছে সিরিজটি। ফলে তৃতীয় ম্যাচটি পরিণত হয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচে। এই আগের দিনই নিজেদের একাদশ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
একাদশে কোনো পরিবর্তন না এনেই ইংলিশদের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে মাঠে নামতে চলেছে দলটি। ফলে বোঝাই যাচ্ছে শক্তিশালী স্পিন আক্রমণ নিয়ে আবারও ইংলিশ বধের মিশনে নামতে চলেছে পাকিস্তান। এই একাদশ নিয়েই দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১৫২ রানে হারিয়ে দিয়েছে স্বাগতিকরা।
একাদশে আছেন স্বীকৃত তিন স্পিনার নোমান আলী, সাজিদ খান ও জাহিদ মেহমুদ। তাদের সঙ্গে প্রয়োজনে বল করতে পারেন দুই পার্ট টাইমার সালমান আলী আঘা ও সাইম আইয়ুব। একমাত্র পেসার হিসেবে আছেন আমের জামাল।
সাইম আগের মতোই ওপেনিং করবেন আব্দুল্লাহ শফিকের সঙ্গে। আর তিনে অধিনায়ক শাম মাসুদ। আর চারে বাবর আজমের বদলি হিসেবে সুযোগ পাওয়া কামরান গুলাম। এরই মধ্যে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করে চমক দেখিয়েছেন পাকিস্তানের এই ব্যাটার।
মিডল অর্ডার সামলাবেন সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান ও সালমান। ইংলিশদের বিপক্ষে প্রথম দুই ম্যাচ মুলতানে হলেও এই ম্যাচটি হবে রাওয়ালপিন্ডিতে। এই সিরিজের আগেই এই মাঠে বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ারও স্মৃতি আছে পাকিস্তানের সঙ্গে।
পাকিস্তানের একাদশ-
সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), কামরান গুলাম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আলী আঘা, আমের জামাল, নোমান আলী, সাজিদ খান ও জাহিদ মেহমুদ।