|| ডেস্ক রিপোর্ট ||
বেশ কিছুদিন ধরেই ইনজুরি নিয়ে ভুগছেন রশিদ খান। অবশ্য চোট কাটিয়ে উঠে আফগানিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এরপর আবারও পুরোনো চোটের কারণে মাঠের বাইরে ছিটকে যান রশিদ। এ কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দলেও ছিলেন না তিনি।
অবশ্য সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরতে চলেছেন এই তারকা স্পিনার। বৃহস্পতিবার প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সেই দলে রাখা হয়েছে রশিদকেও।
যদিও এই সিরিজ থেকে ছিটকে গেছেন তারকা ওপেনার ইব্রাহীম জাদরান। আঙুলের চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝ পথে ছিটকে গিয়েছিলেন মুজিব উর রহমান। তিনি ফিরতে পারছেন না প্রোটিয়াদের বিপক্ষেও। এসিবির পক্ষ থেকে জানানো হয়েছে তিনি পুনর্বাসনে আছেন।
এদিকে ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা মিডিয়াম পেসার বিলাল সামি ও দুই টপ অর্ডার ব্যাটার দুই ক্রিকেটার আব্দুল মালিক ও আব্দুল মালিক প্রথমবারের মতো ডাক পেয়েছেন আফগানিস্তানের ওয়ানডে দলে।
আফগানিস্তানের দল নিয়ে প্রধান নির্বাচক আহমদ শাহ সুলিমানখিল বলেছেন, ‘মুজিব ইনজুরির পুনর্বাসন শুরু করেছে, পুরো ফিট হওয়ার আগম পর্যন্ত দলের বাইরে থাকবে। অ্যাঙ্কলের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ মিস করচেন ইব্রাহিম জাদরান। তবে আমরা প্রতিভাবান কয়েকজন তরুণকে সুযোগ দিতে চাই, আবদুল মালিক ও দারউইশ রাসুলি সেরা পারফর্মারদের মধ্যে অন্যতম। এ ছাড়া আল্লাহ মোহাম্মদ গাজানফার তার দক্ষতা দিয়ে মুজিবের শূন্যস্থান পূরণ করবে বলে আশা করি।’
আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড-
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, আব্দুল মালিক, রিয়াজ হাসান, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, আল্লাহ মোহাম্মদ গাজানফার, ফজলহক ফারুকি, বিলাল সামি, নাভিদ জাদরান ও ফরিদ আহমদ মালিক।