টি-টোয়েন্টি বিশ্বকাপ

শুধু মাইনাস পয়েন্ট দেখলে হবে না, আমরা এমনিতেই মাইনাসে আছি: তাসকিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:32 শুক্রবার, 28 জুন, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

হতাশার টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলগতভাবে বাজে পারফরম্যান্স করলেও কারো কারো পারফরম্যান্সে বেশ খুশি তাসকিন আহমেদ। বাংলাদেশের সহ-অধিনায়ক তাই ইতিবাচক দিকগুলোর দিকেও নজর দিতে বলছেন সবাইকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম সুপার এইটে উঠেছে বাংলাদেশ। যদিও দলটির সক্ষমতা ছিল অন্ততপক্ষে সেমিফাইনাল খেলার। শেষ চারে না উঠতে পারার আক্ষেপ আছে তাসকিনেরও। তবে পুরো বিশ্বকাপে বাংলাদেশের ইতিবাচক পারফরম্যান্সের কথা মনে করিয়ে দিচ্ছেন তিনি।

দেশে ফিরে বিমান বন্দরে তাসকিন বলেন, 'ধীরে ধীরে আমাদের উন্নতি হচ্ছে। টি-টোয়েন্টি ক্রিকেটে আমাদের পরিসংখ্যান শুরু থেকে খুব একটা ভালো ছিল না। আগের থেকে তো উন্নতি হচ্ছে। শুধু মাইনাস পয়েন্ট দেখলে তো হবে না। এমনিই তো মাইনাসে আছি আমরা। প্লাসে আসার সর্বোচ্চ চেষ্টা করছি। তো করেই যাব, আপনারা হতাশ হচ্ছে স্বাভাবিক, আবার আমরা আপনাদের ভালো জয় উপহার দিবো, বিশ্বাস রাখেন আমাদের ওপর, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি।'

'ইতিবাচক সাইন আছে পুরো টুর্নামেন্টজুড়ে বোলিং বেশ ভালো করেছে। সুপার এইটে উঠছি। সর্বপ্রথম এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা তিনটা জয় পেয়েছি। ইতিবাচক আছে, কিন্তু নেগেটিভের সংখ্যাটা একটু বেশি। আসলে সবার মতো আমরাও একটু হতাশ, প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি।'

এবারের বিশ্বকাপে ১৪ উইকেট নিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। পেসার তানজিম সাকিবও দেখিয়েছেন ঝলক। বল হাতে এই পেসারের উইকেট সংখ্যা ১১টি। তাদের পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট তাসকিন।

পুরো বোলিং ইউনিটকে প্রশংসায় ভাসিয়ে তিনি বলেন, ‘মাশাআল্লাহ তানজিম সাকিব, রিশাদ এরা সেরা পাঁচ উইকেটশিকারীর মধ্যে ছিল। রিশাদ এখনও আছে। ওভারঅল ভালো করছে মাশাআল্লাহ। এটা খুব পজেটিভ সাইন বাংলাদেশ থেকে ফিউচার স্টাররা উঠে আসবে। অলরেডি বিশ্বকে বোঝানো হয়েছে যে আমাদের সবার মধ্যে ডিফারেন্ট অ্যাবেলেটি আছে।’

‘বোলিং ইউনিট আগাগোড়াই লাস্ট কিছু বছর ধরে ভালো উন্নতি করে আসছে। এবং সেই ধারাবাহিকতা ধরে রাখছে। আল্লাহর রহমতে সামনে আরও ভালো হবে। ভালোর তো শেষ নাই।’
দেখেন সত্যি কথা বলতে ভালোর তো কখনোই শেষ নাই। ধরেন আমরা আরও অনেক ভালো হইতে পারতো।'