টি-টোয়েন্টি বিশ্বকাপ

‘কথা বলার আগে মাথা খাটানো দরকার’, ইনজামামের অভিযোগের জবাবে রোহিত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:36 বৃহস্পতিবার, 27 জুন, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপে আর্শদিপ সিংয়ের বিপক্ষে বল টেম্পারিংয়ের অভিযোগ এনেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। এবার সেই অভিযোগের বিপক্ষে জবাব দিলেন রোহিত শর্মা। ইনজামামের এমন কথায় খানিকটা বিরক্ত হয়েছেন ভারতের অধিনায়ক।

সুপার এইটের ম্যাচগুলোতে ১৫ ওভারের পরও রিভার্স সুইং করতে দেখা গেছে আর্শদিপ সিংকে। এটা দেখেই টেম্পারিংয়ের অভিযোগ টানেন ইনজামাম। ভারতের এই পেসারের পুরোনো বলে রিভার্স সুইং করানো দেখে চোখ কপালে ওঠে ইনজামামের।

এসব নিয়ে অভিযোগ করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে নামার আগে এমন বিতর্কে মুখ খুলেছেন রোহিত। ইনজামামকে তিনি মনে করিয়ে দিয়েছেন ম্যাচের ভেন্যু সম্পর্কে।

রোহিত বলেন, 'এসব প্রশ্নের কী উত্তর দেব? গরম পরিবেশে যখন খেলি তখন উইকেট শুকনো থাকে, তখন বল নিজের থেকেই রিভার্স সুইং করে। প্রতিটা দল এটার সুবিধা পাচ্ছে। কিছু সময় কথা বলার আগে মাথা খাটানো দরকার। বুঝতে হবে আমরা কোথায় খেলছি। ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় ম্যাচ হচ্ছে না।'

এর আগে ইনজামাম বলেছিলেন, 'এটা কেউই অস্বীকার করতে পারবে না যে আর্শদিপ যে ১৫ তম ওভারে বল রিভার্স সুইং করাচ্ছিল। নতুন বলের ক্ষেত্রে রিভার্স সুইংয়ে এটা কি বড্ড তাড়াতাড়ি নয়? ১২-১৩ ওভারে বল রিভার্স সুইং করার জন্য তৈরি করা হয়েছিল। আম্পায়ারদের চোখ-কান খোলা রাখতে হবে। আমরাও রিভার্স সুইংয়ের বিষয়ে অল্প বিস্তর জানি। তাই আর্শদিপ যদি রিভার্স সুইং করাতে পারে। তাহলে নিশ্চয় বলে কিছু একটা কারিকুরি করা হয়েছে।'

এদিকে ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে শেষবার ভারত যখন মুখোমুখি হয়েছিল, তখন ভারত দাঁড়াতেই পারেননি। ১০ উইকেটে হার হজম করতে হয়েছিল দলটিকে। এবার স্নায়ুর সঙ্গেও লড়তে হচ্ছে ভারতকে।

রোহিত আরও বলেন, 'এটা অন্য ম্যাচের মতই স্বাভাবিক ধরে খেলতে নামব আমরা। সেমিফাইনালের কথা আমরা মাথাতেই আনছি না। একে অন্যের সান্নিধ্য উপভোগ করছি আমরা। এটাই বজায় রাখতে চাই। এটা নকআউট ম্যাচ। এটা যদি আমরা বারবার ভাবি। সেটা মোটেও ভালো হবে না।'