|| ডেস্ক রিপোর্ট ||
সেমিফাইনালে যাওয়ার হিসেবটা বেশ আগে থেকেই জানা ছিল বাংলাদেশ দলের। আফগানিস্তানের ইনিংস শেষে বেশ ভালোভাবেই মনে হচ্ছিল ১১৬ রানের লক্ষ্য নির্ধারিত ১২.১ ওভারেই তাড়া করা সম্ভব বাংলাদেশের জন্য।
সেই পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিলেন বাংলাদেশ দলের দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। তবে ১৬ রানেই ভাঙে বাংলাদেশের ওপেনিং জুটি। এরপর দলীয় ২৩ রান হতে আরও দুই উইকেট হারায় টাইগাররা। এরপরই সেমি ফাইনালের হিসেবে নিকেশ করা বাদ দেয় বাংলাদেশ।
সেই সময় শুধু একটি জয়ের লক্ষ্যেই খেলেছে বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আফগানিস্তানের বিপক্ষে ৮ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর ব্যাটসম্যানদের ওপরই দায় চাপিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
সংবাদ সম্মেলনে এসে শান্ত বলেছেন, ‘আমাদের বোলিং খুব ভালো হয়েছে। এমন বোলিংয়ের পর আমাদের জেতা উচিত ছিল। কিন্তু ব্যাটিংয়ে অনেক বাজে সিদ্ধান্তের কারণে হেরে গেছি আমরা।’
নিজেদের পরিকল্পনা নিয়ে আফগান অধিনায়ক বলেছেন, ‘পরিকল্পনাটা এমন ছিল যে আমরা প্রথম ৬ ওভার চেষ্টা করব। পরিকল্পনা ছিল, যদি আমরা ভালো শুরু করি, দ্রুত উইকেট যদি না পড়ে, তাহলে আমরা সুযোগটা নেব। কিন্তু যখন আমাদের দ্রুত ৩ উইকেট পড়ে গেল, তখন আমাদের পরিকল্পনা ভিন্ন ছিল—যেন আমরা ম্যাচটা জিততে পারি। তারপরও আমি বলব, মিডল অর্ডার ভালো সিদ্ধান্ত নেয়নি। যার কারণে ম্যাচটা আমরা হেরে গেছি।’
ব্যাটিং নিয়ে আক্ষেপ করলেও শান্ত বোলিং নিয়ে স্বস্তির কথা জানিয়েছেন। এখান থেকে বিভিন্ন ইতিবাচক কিছু নিয়ে সামনে এগোনোর লক্ষ্য শান্তর। শান্ত বিশেষভাবে প্রশংসা করেছেন তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেনের। রিশাদ ১৪টি ও সাকিব ১১টি উইকেট নিয়েছেন এই বিশ্ব আসরে।
তাদের নিয়ে শান্ত বলেন, ‘আমি মনে করি পুরো বোলিং বিভাগই টুর্নামেন্টে দুর্দান্ত করেছে। আমি রিশাদের কথা বিশেষ ভাবে বলব। পুরো টুর্নামেন্টেই সে খুব ভালো বোলিং করেছে। তানজিম সাকিবও ভালো করেছে। আমাদের ফিল্ডিংও ভালো হয়েছে। তাই আমি বলব এখান থেকে ইতিবাচক অনেক কিছু নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে পারি।’