টি-টোয়েন্টি বিশ্বকাপ

আমাদের জন্য অনেক বড় জয়, অস্ট্রেলিয়াকে হারিয়ে বললেন রশিদ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:06 রবিবার, 23 জুন, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

কোন সংস্করণেই এর আগে অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি আফগানিস্তান। ওয়ানডে বিশ্বকাপে খুব কাছে গিয়েও এক গ্লেন ম্যাক্সওয়েলের কাছে হেরে বসে রশিদ-নবিরা। কিন্তু এবার বদলাল গল্প। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়েও দিল রশিদ খানের দল।

অস্ট্রেলিয়াকে হারানোয় সেমিফাইনালের আশা বেঁচে আছে আফগানিস্তানের। আর এই হারে অস্ট্রেলিয়ার সেমিফাইনালে খেলার স্বপ্নে বড় ধাক্কা লাগলো। শেষ ম্যাচে তারা খেলবে ভারতের সঙ্গে। ম্যাচটি জিততেই হবে তাদের, হারলেই বিদায়।

আর আফগানিস্তান বাঁচিয়ে রাখলো সেমিফাইনালে খেলার আশা। এজন্য বাংলাদেশকে হারাতে হবে তাদের। ভারত জিতে গেলে সেমিফাইনালে ওঠার সমীকরণটা জেনেই বাংলাদেশের মুখোমুখি হবে আফগানরা। কারণ পরের ম্যাচ তারা খেলবে ভারত-অস্ট্রেলিয়া লড়াইয়ের পর

অজিদের হারানোর অনুভূতি জানিয়েছে ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান বলেন, ‘আমাদের জন্য অনেক বড় জয়। দারুণ অনুভূতি। এটা এমন কিছু, যা আমরা গত দুই বছর ধরে মিস করেছি। জয়টা পেয়ে খুবই খুশি এবং ছেলেদের নিয়ে অনেক বেশি গর্বিত।’

‘আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল একই একাদশ নিয়ে খেলতে নামা। আমরা প্রতিপক্ষকে ভালোভাবে পড়তে পেরেছি আর ওই অনুযায়ী একাদশ সাজিয়েছি। এখানে ১৪০ ভালো রান। আমরা যদিও শেষটা যেভাবে চেয়েছি সেভাবে করতে পারিনি।’

প্রথমে ব্যাট করে ১৪৮ রান করে আফগানিস্তান। ইনিংসের ৯৫তম বলে গিয়ে প্রথম উইকেট হারায় তারা, তখন দলের রান ১১৮। ম্যাচশেষে এই উদ্বোধনী জুটিকে কৃতিত্ব দিয়েছেন রশিদ। প্রশংসা করেছেন দলের বোলারদেরও।

তিনি বলেন, ‘উদ্বোধনী জুটি আমাদের শুরুটা এনে দিয়েছে। এই উইকেটে ১৩০ এর বেশি যেকোনো রান আমরা ডিফেন্ড করতে পারবো যদি শান্ত থাকি ও বিশ্বাস রাখি। এটাই দলের সৌন্দর্য, অনেক অলরাউন্ডার আর বিকল্প আছে।’