|| ডেস্ক রিপোর্ট ||
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি হেরে সমালোচনায় পড়েছিল পাকিস্তান। দ্বিতীয় টি-টোয়েন্টি জিতিয়ে সেই সমালোচনা থেকে দলকে রক্ষা করেন ফখর জামান ও মোহাম্মদ রিজওয়ান। সেই ম্যাচের পর বাবর বলেছিলেন শতভাগ দিয়ে সিরিজ জিততে চান তারা। এবার তৃতীয় টি-টোয়েন্টিতে নিজেদের সেরাটা দিয়েই ৬ উইকেটে ম্যাচ জিতল পাকিস্তান। বাবর-রিজওয়ানের হাফ সেঞ্চুরিতে জিতল সিরিজও।
১৭৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৬ রানে সাইম আইয়ুবের উইকেট হারায় পাকিস্তান তারপর দলকে টেনে নেন বাবর ও রিজওয়ান। দুজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি। ৩৮ বলে ৫৬ রান করা রিজওয়ানকে বোল্ড করে ১৩৯ রানের জুটি ভাঙেন আর্ক অ্যাডায়ার।
পরের ওভারে ফিরে যান বাবরও। ফেরার আগে পাকিস্তানের অধিনায়ক করেন ৪২ বলে ছয়টি চার ও পাঁচটি ছক্কায় ৭৫ রান। এই দুজন ফেরার পর চটজলদি ফিরে যান ইফতিখার আহমেদও। যদিও ততক্ষণে পাকিস্তানের নাগালেই ছিল ম্যাচ।
দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আজম খান এবং ইমাদ ওয়াসিম। আগের ম্যাচে ১০ বলে অপরাজিত ৩০ রানের ক্যামিও খেলার পর এই ম্যাচেও ৬ বলে ১৮ রানের ক্যামিও খেলে বিশ্বকাপ দলে জায়গা অনেকটাই পাকা করে নিলেন আজম । তার সঙ্গে এক রানে অপরাজিত থাকেন ইমাদ।
আয়ারল্যান্ডের হয়ে ২৮ রান খরচায় তিন উইকেট নেন আডায়ার। এর আগে অধিনায়ক লরকান টাকারের হাফ সেঞ্চুরিতে ডাবলিনে লড়াকু সংগ্রহ গড়ে আয়ারল্যান্ড। ৪১ বলে ১৩টি চার ওএকটি ছক্কায় ৭৩ রান করেন টাকার।
২০ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন হ্যারি টেক্টর। পাকিস্তানের হয়ে ১৪ রান খরচায় তিন উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। দুটি উইকেট নেন আবাস আফ্রিদি।