সিপিএল

সিপিএলে নাইট রাইডার্সের নতুন কোচ সিমন্স

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:07 বুধবার, 17 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজকে বিদায় বলার পর সবশেষ টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের প্রধান কোচ ছিলেন ফিল সিমন্স। তার অধীনে প্লে-অফে দলটি। এবার কোচ হিসেবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ফিরলেন তিনি। যেখানে ত্রিনবাগো নাইট রাইডার্সকে সামলাবেন সিমন্স।

সিপিএলের সবচেয়ে সফলতম দল ত্রিনবাগো। যারা কিনা চারটি শিরোপা জিতেছে। তবে টুর্নামেন্টের সবশেষ মৌসুমটা একেবারেই ভালো কাটেনি তাদের। বাজে পারফরম্যান্সে শেষ করেছিলেন পয়েন্ট টেবিলের তলানি থেকে। এরপরই প্রধান কোচ অভিষেক নায়ারকে সরিয়ে দিয়েছে তারা।

যিনি বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ হিসেবে কাজ করছেন। ভারতীয় এই কোচেরই স্থলাভিষিক্ত হলেন সিমন্স। সিপিএলে এর আগেও কাজ করার অভিজ্ঞতা আছে তারা। ওয়েস্ট ইন্ডিজের সাবেক প্রধান কোচের অধীনে শিরোপা জিতেছে বার্বাডোজ ট্রাইডেন্টস ( বর্তমান নাম বার্বাডোজ রয়্যালস)।

সিমন্সকে কোচ হিসেবে পেয়ে বেশ খুশি দলটির অধিনায়ক কাইরন পোলার্ড। জাতীয় দলের হয়ে সিমন্সের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে তার। দুজনে মিলে ত্রিনবাগোর হাসি ও ভালো ফলাফল ফেরাতে চান। পোলার্ড বলেন, ‘ফিল (সিমন্স) আমাদের সঙ্গে আছে অধিনায়ক হিসেবে এটা ভেবে আমি খুবই রোমাঞ্চিত।’

‘জুটি হিসেবে আমাদের রসায়নটা বেশ ভালো। আন্তর্জাতিক ক্রিকেটে আমরা একসঙ্গে কাজ করেছি। ত্রিনবাগোর হয়ে কাজ করার সুযোগ পাওয়াটা দারুণ ব্যাপার। আশা করি আমাদের জুটি ত্রিনবাগোর হাসি এবং দারুণ সব ফলাফল ফিরিয়ে আনবে।’

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাই পর্ব থেকেই বাদ পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এমন বাজে পারফরম্যান্সের পর দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ীদের দায়িত্ব ছেড়েছিলেন সিমন্স। এরপর কাজ করেছেন ইন্টারন্যাশনাল লিগ টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে।

এদিকে দুই মেয়াদে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন সিমন্স। ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের হয়ে কাজ করেছেন অভিজ্ঞ এই কোচ। এবার তার সামনে চ্যালেঞ্জটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভালো করার।