আবুধাবি টি-টেন

ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব, তবুও হারল বাংলা টাইগার্স

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 19:16 Saturday, November 23, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

মরিসভিলে সাম্প আর্মির বিপক্ষে ৬ উইকেটে হেরে এবারের আবুধাবি টি-টেন টুর্নামেন্ট শুরু করেছে বাংলা টাইগার্স। দ্বিতীয় ম্যাচে তারা নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে হেরেছে ৭ উইকেটের ব্যবধানে। দল হারলেও এই ম্যাচে ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন সাকিব।

এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৬৬ রানের বেশি করতে পারেনি বাংলা টাইগার্স। দ্বিতীয় ওভারে দুই উইকেট হারানোর পর পঞ্চম ওভারেও জোড়া আঘাতের শিকার হয় তারা। ওপেনার হজরতউল্লাহ জাজাই মাত্র ৮ রান করে আউট হন। আর মাত্র ১ রান করে ফেরেন মোহাম্মদ শাহজাদ।

ইফতিখার আহমেদ ফেরেন ৩ রান করে। লিয়াম লিভিংস্টোনের ব্যাট থেকে আসে মাত্র ১ রান। এরপর পঞ্চম উইকেটে দাসুন শানাকার সঙ্গে ১৮ রানের জুটি গড়েন সাকিব। শানাকা ২২ রান করে ফেরেন। সাকিবের ব্যাট থেকে এসেছে ১৯ রানের ইনিংস।

এর মধ্যে মাথিশা পাথিরানাকে একটি ছক্কাও মারেন বাংলাদেশের এই অলরাউন্ডার। সঙ্গে একটি চারও মেরেছিলেন তিনি। মাঝে রশিদ খান ও লুকমান ফয়সালের উইকেট হারানোর ফলে রান তুলতে পারেনি দলটি। নিউ ইয়র্কের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন আকিল হোসাইন, রিস টপলি ও মোহাম্মদ আমির। একটি করে উইকেট গেছে সুনীল নারিন ও মাথিশা পাথিরানার ঝুলিতে।

মামুলি লক্ষ্যের পর প্রথম ওভারেই খরুচে বোলিং করেন জশুয়া লিটল। তার ওভারে খরচা হয় ১৭ রান। ওভার পূরণ করতে ছয়টি অতিরিক্ত বল করতে হয়েছে তাকে। দ্বিতীয় ওভারে পাকিস্তানি পেসার ইমরান খানও ছিলেন খরুচে। তিনি দেন ১৬ রান।

যদিও সেই ওভারে এভিন লুইসের উইকেট তুলে নেন ইমরান। এরপর বোলিংয়ে আসেন সাকিব। নিজের প্রথম ওভারেই ১ বলের ব্যবধানে তুলে নেন জোড়া উইকেট। প্রথম বলেই সাকিবকে তুলে মারতে গিয়ে লং অফে সহজ ক্যাচ হয়েছেন ডেওয়াল্ড ব্রেভিস। 

সেই ক্যাচ সহজেই লুফে নিয়েছেন ইফতিখার। এক বল পর আসিফ আলীকে আর্মার বলে এলবিডব্লিউ বানিয়ে আউট করেন সাকিব। এরপর সাকিবের আর বোলিং করারই সুযোগ হয়নি। কারণ নিউ ইয়র্ক ম্যাচ জিতে নিয়েছে ৬ ওভারেই। ড্যানোভান ফেরেইরা ৯ বলে ২১ ও আকিল ৭ বলে ৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।