|| ডেস্ক রিপোর্ট ||
সেট- ৩
হ্যারি ব্রুক- , ৬.২৫ কোটি, দিল্লি ক্যাপিটালস
দেবদূত পাডিকাল- অবিক্রিত
এইডেন মার্করাম- ২ কোটি, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
ডেভন কনওয়ে- ৬.২৫ কোটি, চেন্নাই সুপার কিংস
রাহুল ত্রিপাঠি- ৩.৪০ কোটি, চেন্নাই সুপার কিংস
ডেভিড ওয়ার্নার- অবিক্রিত
জেইক ফ্রেজার-ম্যাকগার্ক- ৯ কোটি, দিল্লি ক্যাপিটালস
বেঙ্গালুরু নয় ১৪ কোটিতে দিল্লিতে রাহুল
মেগা নিলামের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সমর্থকদের বেশিরভাগের চাওয়া ছিল লোকেশ রাহুলকে যাতে দলে নেয় টিম ম্যানেজমেন্ট। তবে নিলামে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের সঙ্গে পেরে উঠতে পারেনি তারা। শেষ পর্যন্ত ১৪ কোটি রুপিতে রাহুলকে দলে ভিড়িয়েছে দিল্লি। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছে রাইট টু ম্যাচ ব্যবহারের সুযোগ থাকলেও সেটা ব্যবহার করেনি তারা।
এবার কোহলির দলে লিভিংস্টোন
পাঞ্জাব কিংসের হয়ে কয়েক মৌসুম খেললেও প্রত্যাশা মেটাতে পারেননি লিয়াম লিভিংস্টোন। আইপিএলের নতুন মৌসুমের আগে দল বদলেছে ইংল্যান্ডের অলরাউন্ডারের। পাঞ্জাব ছেড়ে এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলবেন লিভিংস্টোন। তাকে পেতে ৮ কোটি ৭৫ লাখ রুপি খরচ করতে হয়েছে বেঙ্গালুরুকে।
কোহলির বেঙ্গালুরু ছেড়ে গুজরাটে সিরাজ
আইপিএলের সবশেষ কয়েক মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্সে খেললেও এবার মোহাম্মদ সিরাজকে ধরে রাখেনি তারা। ভারতের পেসারের নতুন ঠিকানা গুজরাট টাইটান্স। ১২ কোটি ২৫ কোটি রুপিতে গুজরাটের হয়ে খেলবেন সিরাজ। বেঙ্গালুরুর রাইট টু ম্যাচ ব্যবহারের সুযোগ থাকলেও সেটা ব্যবহার করেনি তারা।
চাহালকে পেতে ১৮ কোটি খরচ পাঞ্জাবের
যুবেন্দ্র চাহালকে পেতে শুরু থেকেই দারুণ লড়াই করে পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স এবং লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। যদিও শেষের লড়াইটা হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাবের মাঝে। তবে ১৮ কোটি রুপিতে শেষ পর্যন্ত চাহালকে দলে নিয়েছে পাঞ্জাব।
পান্ত-পুরানের সঙ্গী মিলার
মেগা নিলামের আগে সবচেয়ে বেশি ২১ কোটি রুপিতে নিকোলাস পুরানকে রিটেইন করেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। নিলাম থেকে আইপিএলের সবে রেকর্ড ভেঙে পান্তকে দলে ভিড়িয়েছে তারা। এবার পান্ত ও পুরানের সঙ্গে যোগ দিলেন ডেভিড মিলার। সাউথ আফ্রিকার ব্যাটারকে দলে নিতে লক্ষ্ণৌর খরচ হয়েছে ৭ কোটি ৫০ লাখ রুপি।
ক্লাসেন-হেডের সঙ্গী শামি
চোটের কারণে সবশেষ আইপিএলে খেলতে পারেননি মোহাম্মদ শামি। চোট কাটিয়ে কদিন আগে রঞ্জি ট্রফি দিয়ে মাঠের ক্রিকেটে ফিরেছেন ডানহাতি এই পেসার। মেগা নিলামে মার্কির দ্বিতীয় সেট থেকে ১০ কোটিতে শামিকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
আইপিএলের সব রেকর্ড ভেঙে লক্ষ্ণৌতে পান্ত
মার্কির প্রথম সেটের শেষ ক্রিকেটার হিসেবে তোলা ঋষভ পান্তের নাম। একেবারে শুরু থেকেই তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরু। পরবর্তীতে বিডে যুক্ত হয় সানরাইজার্স হায়দরাবাদ। তবে লক্ষ্ণৌর কাছে হার মানে তারা। ২০ কোটি ৭৫ লাখ রুপিতে পান্তকে দলে নেয় তারা। দিল্লি রাইট টু ম্যাচ ব্যবহার করলেও ২৭ কোটিতে পান্তকে দলে টেনেছে লক্ষ্ণৌ।
‘অর্ধেক’ দামে দিল্লিতে স্টার্ক
আইপিএলের সবশেষ মৌসুমে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে মিচেল স্টার্ককে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে মেগা নিলামের আগে অস্ট্রেলিয়ার পেসারকে ছেড়ে দেয় বর্তমান চ্যাম্পিয়নরা। যদিও নিলাম থেকে বাঁহাতি পেসারকে নিতে আগ্রহ দেখায় তারা। তবে ১১ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। অনেকটা আগের মৌসুমের অর্ধেক দামে বিক্রি হয়েছেন তিনি।
১৫ কোটি ৭৫ লাখে গুজরাটে বাটলার
রাজস্থান রয়্যালসের হয়ে কয়েক মৌসুম খেললেও ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারকে ধরে রাখেনি তারা। তবে নিলাম থেকে দলে পেতে আগ্রহ দেখায় রাজস্থান। যদিও পরবতর্তীতে তারা লড়াইয়ে থাকেনি। লম্বা সময় বিড করেছে পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স। শেষ মুহূর্তে যোগ দেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে ১৫ কোটি ৭৫ লাখ রুপিতে গুজরাট দলে নিয়েছে জস বাটলার।
পৌনে ২৭ কোটি রুপিতে পাঞ্জাবে আইয়ার
শ্রেয়াস আইয়ারের অধীনে সবশেষ মৌসুমে শিরোপা জিতলেও তাকে ধরে রাখেনি কলকাতা নাইট রাইডার্স। তবে নিলামে ডানহাতি ব্যাটারের নাম ওঠার পর সবার আগে তাকে দলে টানার আগ্রহ দেখায় তারা। যদিও পরবর্তীতে সরে দাঁড়ায় বর্তমান চ্যাম্পিয়নরা। তবে দারুণ এক লড়াই করেছে পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস। সবশেষ মৌসুমে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে মিচেল স্টার্ককে দলে নিয়েছিল কলকাতা। যা ছিল আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারের রেকর্ড। মেগা নিলামে অবশ্য সেটা ভেঙে দিয়েছেন শ্রেয়াস আইয়ার।
পাঞ্জাব ও দিল্লির লড়াইয়ে ভারতের ব্যাটারের দাম উঠেছে ২৬ কোটি ৭৫ লাখ রুপি। দিল্লিকে লড়াইয়ে হারিয়ে আইয়ারকে দলে নিয়েছে পাঞ্জাব।
১০ কোটি ৭৫ লাখ রুপিতে গুজরাটে রাবাদা
আইপিএলের সবশেষ আসরে পাঞ্জাব কিংসের হয়ে খেলেছিলেন কাগিসো রাবাদা। সাউথ আফ্রিকার পেসারকে দলে নিতে লড়াই করেছে মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু লড়াই করেছে। তবে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে লড়াই জিতে রাবাদাকে দলে নিয়েছে গুজরাট। রাইট টু ম্যাচ থাকলেও সেটা ব্যবহার করেনি পাঞ্জাব।
১৮ কোটিতে আবারও পাঞ্জাবে আর্শদীপ সিং
২০২৫ মেগা নিলামে মার্কি সেটের প্রথম ক্রিকেটার হিসেবে তোলা হয় আর্শদীপ সিংয়ের নাম। ভারতের বাঁহাতি পেসারের জন্য সবার আগে বিড করে চেন্নাই সুপার কিংস। পরবর্তীতে দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ। ১৫ কোটি ৭৫ লাখ রুপিতে আর্শদীপকে দলে টেনে দেয় হায়দরাবাদ। তবে সেই সময় রাইট টু ম্যাচ ব্যবহার করে পাঞ্জাব কিংস। যদিও পরবর্তী আর্শদীপের জন্য ১৮ কোটি দিতে রাজি হয় হায়দরাবাদ। ভারতের পেসারকে অবশ্য ছাড়েনি পাঞ্জাব। শেষ পর্যন্ত রাইট টু ম্যাচ ব্যবহার করে আর্শদীপকে আবারও নিজেদের ডেরায় ফেরায় পাঞ্জাব।
আইপিএল নিলামের প্রথম দিনে নাম উঠবে ৮৪ ক্রিকেটারের
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৫ মৌসুমের আগে জেদ্দায় অনুষ্ঠিত হচ্ছে মেগা নিলাম। দুদিনের নিলামের প্রথম দিনে নাম উঠবে প্রথম ১২ সেটের ৮৪ ক্রিকেটারের। বাকিদের নাম তোলা হবে দ্বিতীয় দিন, অর্থাৎ ২৫ নভেম্বর। বাংলাদেশ সময় বিকেল চারটায় শুরু হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলাম। যেখানে আছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার।
সাকিব আল হাসানের সঙ্গে নিলামে নাম দিয়েছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, নাহিদ রানা, লিটন দাস, তাওহীদ হৃদয় এবং হাসান মাহমুদ। আইপিএলের এবারের নিলামের জন্য নিবন্ধন করেছিলেন মোট ১৫৭৪ জন খেলোয়াড়।
ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহের ভিত্তিতে শেষ পর্যন্ত চূড়ান্ত নিলামে জায়গা পেয়েছেন ৫৭৭ জন ক্রিকেটার। এর মধ্যে ৩৬৬ জন ভারতীয়, ২০৯ জন বিদেশি (অ-ভারতীয়)। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে ৪৮ জনের এর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে (ক্যাপড), ৩১৮ জন এখনও অভিষেকের অপেক্ষায় অথবা পাঁচ বছর আগে শেষবার জাতীয় দলে খেলেছিলেন (আনক্যাপড)।
মেগা নিলামে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ইংল্যান্ডের ৩৮ জন। এ ছাড়া অস্ট্রেলিয়ার ৩৭ জন, সাউথ আফ্রিকার ৩১, নিউজিল্যান্ডের ২৪, ওয়েস্ট ইন্ডিজের ২২, শ্রীলঙ্কার ১৯, আফগানিস্তানের ১৮, বাংলাদেশের ১২, জিম্বাবুয়ের ৩, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ২, এবং স্কটল্যান্ডের ১ জন ক্রিকেটার। মেগা নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ৬ জন করে ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছিল।
মেগা নিলামের আগে ১০ দলের স্কোয়াড-
মুম্বাই ইন্ডিয়ান্স-
রিটেনশন- জসপ্রিত বুমরাহ (১৮ কোটি রুপি), সূর্যকুমার যাদব (১৬.৩৫ কোটি), হার্দিক পান্ডিয়া (১৬.৩৫ কোটি), রোহিত শর্মা (১৬.৩০) ও তিলক ভার্মা (৮ কোটি রুপি)।
সানরাইজার্স হায়দরাবাদ-
রিটেনশন- হেনরিখ ক্লাসেন (২৩ কোটি রুপি), প্যাট কামিন্স (১৮ কোটি), অভিষেক শর্মা (১৪ কোটি), ট্রাভিস হেড (১৪ কোটি) ও নীতিশ কুমার রেড্ডি (৬ কোটি)।
নিলাম থেকে- মোহাম্মদ শামি,
চেন্নাই সুপার কিংস-
রিটেনশন- রুতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি রুপি), মাথিশা পাথিরানা (১৩ কোটি), শিভম দুবে (১২ কোটি), রবীন্দ্র জাদেজা (১৮ কোটি), মহেন্দ্র সিং ধোনি (৪ কোটি)।
নিলাম থেকে- ডেভন কনওয়ে, রাহুল ত্রিপাঠি
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-
রিটেনশন- বিরাট কোহলি (২১ কোটি রুপি), রজত পাতিদার (১১ কোটি), ইয়াশ দয়াল (৫ কোটি)।
নিলাম থেকে- লিয়াম লিভিংস্টোন,
কলকাতা নাইট রাইডার্স-
রিটেইন- রিঙ্কু সিং (১৩ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), সুনীল নারিন (১২ কোটি), হার্শিত রানা (৪ কোটি), রমনদীপ সিং (৪ কোটি)।
দিল্লি ক্যাপিটালস-
রিটেইন- অক্ষর প্যাটেল (১৬.৫০ কোটি), কুলদীপ যাদব (১৩. ২৫ কোটি), ট্রিস্টিয়ান স্টাবস (১০ কোটি), অভিষেক পোরেল (৪ কোটি)
নিলাম থেকে- মিচেল স্টার্ক, লোকেশ রাহুল, হ্যারি ব্রুক, জেইক ফ্রেজার-ম্যাকগার্ক (রাইট টু ম্যাচ)
রাজস্থান রয়্যালস-
রিটেইন- সাঞ্জু স্যামসন (১৮ কোটি), যশস্বী জয়সাওয়াল (১৮ কোটি), রিয়ান পরাগ (১৪ কোটি), ধ্রুব জুরেল (১৪ কোটি), শিমরান হেটমায়ার (১১ কোটি), সন্দীপ শর্মা (৪ কোটি)
গুজরাট টাইটান্স-
রিটেইন- রশিদ খান (১৮ কোটি), শুভমান গিল (১৬.৫০ কোটি), সাই সুদর্শন (৮.৫০ কোটি), রাহুল তেওয়াতিয়া (৪ কোটি), শাহরুখ খান (৪ কোটি)।
নিলাম থেকে- কাগিসো রাবাদা, জস বাটলার, মোহাম্মদ সিরাজ,
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-
রিটেইন- নিকোলাস পুরান (২১ কোটি), রবি বিষ্ণই(১১ কোটি), মায়াঙ্ক যাদব (১১ কোটি), মহসিন খান (৪ কোটি), আয়ুশ বাদোনি (৪ কোটি)
নিলাম থেকে- ঋষভ পান্ত, ডেভিড মিলার, এইডেন মার্করাম
পাঞ্জাব কিংস-
রিটেইন- শশাঙ্ক সিং (৫.৫ কোটি), প্রভসিমরান সিং (৪ কোটি)
নিলাম থেকে- আর্শদীপ সিং (রাইট টু ম্যাচ), শ্রেয়াস আইয়ার, যুবেন্দ্র চাহাল,