বোর্ডার-গাভাস্কার সিরিজ

রোহিতের জায়গায় থাকলে দ্রুত অস্ট্রেলিয়া যেতেন সৌরভ, নিতেন শামিকেও

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 14:13 Sunday, November 17, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

রোহিত শর্মার জায়গায় থাকলে এখনই অস্ট্রেলিয়ার পথে রওনা দিতেন সৌরভ গাঙ্গুলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে খেলার জন্য মোহাম্মদ শামিকেও পাঠানোর ব্যবস্থা করতেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সাবেক এই সভাপতি।

ধারণা করা হচ্ছিল, রোহিতের দ্বিতীয় সন্তানের জন্ম হতে পারে ২০ নভেম্বরের আশেপাশে। এ কারণে ২২ নভেম্বর পার্থে শুরু হওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন ভারতের অধিনায়ক।

তবে ১৫ নভেম্বরই জন্ম হয় রোহিতের দ্বিতীয় সন্তানের। এখন আর পরিবারের সঙ্গে তার থাকার জরুরি প্রয়োজনীয়তা দেখছেন না সৌরভ। সাবেক এই অধিনায়কের মতে, যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়ায় চলে যাওয়া উচিত রোহিতের।

'আশা করব, রোহিত খুব দ্রুতই চলে যাবে (অস্ট্রেলিয়ায়)। কারণ, তার নেতৃত্ব দলের প্রয়োজন। গতকালই (শুক্রবার) তার স্ত্রী বাচ্চার জন্ম দিয়েছে, আমি তাই নিশ্চিত যে, সে (রোহিত) এখন যেতে পারে। যত দ্রুত সম্ভব তার চলে যাওয়া উচিত। তার জায়গায় আমি হলে এটিই করতাম। পার্থ টেস্টে তার খেলা উচিত।'

এদিকে গত বছরের ১৯ নভেম্বর ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর এবারই প্রথম পেশাদার ক্রিকেট খেললেন শামি। বাংলার হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে ৩৬০ দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন এই পেসার।

ইন্দোরে মধ্য প্রদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ১৯ ওভারে ৫৪ রানে শামি নেন চার উইকেট। দলের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দুটি করে চার ও ছক্কায় খেলেন ৩৬ বলে ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। পরে বল হাতে দ্বিতীয় ইনিংসে নেন ১০২ রান খরচায় তিন উইকেট। বাংলার ১১ রানের জয়ের অন্যতম কারিগর তিনি।

শামির এমন প্রত্যাবর্তনে মুগ্ধ হয়ে সৌরভ বলেন, 'হ্যাঁ, আমি হলে তাকে অস্ট্রেলিয়ায় পাঠাতাম। তার সৈয়দ মুশতাক আলি ট্রফিতে (বিশ ওভারের প্রতিযোগিতা) খেলার দরকার নেই। পার্থ টেস্টে খেলতে না পারলেও তাকে অস্ট্রেলিয়ায় পাঠাতাম আমি। সে বোলিং চালিয়ে যাচ্ছে, তার ফ্লাইটে (বিমানে) থাকা উচিত, আজও বোলিং করেছে সে। অস্ট্রেলিয়ার পথে পরবর্তী ফ্লাইটে থাকা উচিত তার।'