|| ডেস্ক রিপোর্ট ||
সীমিত ওভারের সিরিজ খেলতে চলতি মাসের শেষের দিকেই বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী দল। দুই দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আসন্ন এই সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে দুই ভেন্যুতে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের সঙ্গে থাকছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামও। ওয়ানডে সিরিজের সব ম্যাচই রাখা হয়েছে মিরপুরে।
আগামী ২৭ নভেম্বর সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। সিরিজের বাকি দুই ওয়ানডে যথাক্রমে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। এরপর দুই দল পাড়ি জমাবে সিলেটে।
সেখানে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৫ ডিসেম্বর। আর বাকি দুই টি-টোয়েন্টি ৭ ও ৯ ডিসেম্বর। সিরিজ শেষে ১০ ডিসেম্বর আয়ারল্যান্ড দলের বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে।
এক নজরে বাংলাদেশ-আয়ারল্যান্ডের নারী সিরিজের সূচি-
ওয়ানডে সিরিজ-
প্রথম ওয়ানডে (২৭ নভেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম
দ্বিতীয় ওয়ানডে (৩০ নভেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম
তৃতীয় ওয়ানডে (২ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম
টি-টোয়েন্টি সিরিজ-
প্রথম টি-টোয়েন্টি (৫ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম
দ্বিতীয় টি-টোয়েন্টি (৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম
তৃতীয় টি-টোয়েন্টি (৯ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম