জাতীয় ক্রিকেট লিগ

মার্শালের সেঞ্চুরিতে মেট্রোর লড়াই

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 19:58 Monday, November 4, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা বিভাগের করা ৩৭৬ রানের জবাবে ২১০ রান করে নিজেদের প্রথম ইনিংসে অল আউট হয়েছে ঢাকা মেট্রো। ১৩১ রানে পিছিয়ে থেকে ফলোঅনে পড়েছে ঢাকার দলটি।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দারুণ খেলছে মেট্রো। তারা ৪ উইকেটে ২৯৭ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মেট্রোর হয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন মার্শাল আইয়ুব।

ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি তুলে নিয়ে তিনি অপরাজিত আছেন ১৩০ রান করে। এর আগে প্রথম রাউন্ডের ম্যাচে বরিশাল বিভাগের বিপক্ষেও তিনি ১২৭ রানের ইনিংস খেলেছেন ইনফর্ম এই ব্যাটার।

মার্শাল সেঞ্চুরি করলেও ঢাকা মেট্রোর তিন টপ অর্ডার ব্যাটার নাঈম শেখ, আনিসুল ইসলাম ও আইচ মোল্লা ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। ফলে তারা দলীয় একশর আগেই ৩ উইকেট হারায়।

এরপর শামসুর রহমানের সঙ্গে দলের হাল ধরেন মার্শাল। দুজনে মিলে গড়েন ৬৭ রানের জুটি। তবে তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি শামসুর। তিনি ৩২ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান।

এরপর ঢাকাকে আর কোনো উইকেট হারাতে দেননি মার্শাল ও আমিনুল ইসলাম। তারা অবিচ্ছিন্ন ১৩১ রানের জুটি গড়ে দিনের খেলা শেষ করে এসেছেন। আমিনুল হাফ সেঞ্চুরির অপেক্ষায় থেকে ৪৮ রানে অপরাজিত আছেন।