|| ডেস্ক রিপোর্ট ||
রোমাঞ্চকর মুম্বাই টেস্টে ভারতকে ২৫ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এজাজ প্যাটেল এবং গ্লেন ফিলিপসের অসাধারণ বোলিংয়ে ম্যাচটি জিতে ৩-০ ব্যবধানে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড। টেস্ট ইতিহাসে ঘরের মাঠে এবারই প্রথম ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো ভারত। এর আগে ২০০০ সালে ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত, তবে সেটি ছিল দুই ম্যাচের সিরিজ।
১৪৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে মাত্র ২৯ রান তুলতেই পাঁচ উইকেট হারায় ভারত। এরপর ঋষভ পান্ত খানিকটা লড়াই করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ৫৭ বলে তার করা ৬৪ রানের ইনিংসটি কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।
নিউজিল্যান্ডের হয়ে ৫৭ রান খরচায় ছয় উইকেট নেন এজাজ প্যাটেল। ৪২ রান খরচায় তিন উইকেট নেন গ্লেন ফিলিপস। ব্যাটিংয়ে নেমে ১৩ রানে প্রথম উইকেট হারায় ভারত। তিন ওভারের মধ্যে তাকে ফিরিয়ে দেন ম্যাট হেনরি।
১১ বলে ১১ রান করে পুল করতে গিয়ে বল অনেক উপরে তুলে দেন রোহিত, মিডউইকেট থেকে দৌড়ে এসে ক্যাচটি লুফে নেন ফিলিপস। পরের ওভারের শেষ বলে শুভমান গিলের উইকেট হারায় ভারত। এজাজের বলে বোল্ড হওয়ার আগে চার বলে এক রান করেন তিনি।
ষষ্ঠ ওভারের মধ্যে বিরাট কোহলিও ফিরে যান প্যভিলিয়নে। সাত বলে এক রান আসে তার ব্যাটে। এজাজের বলে সামনে এসে ডিফেন্স করতে যেয়ে কোহলির ব্যাটের উপরের অংশে বলটি লাগে। স্লিপে ক্যাচটি উঠলে তা লুফে নেন ড্যারিল মিচেল।
সপ্তম ওভারে বোলিংয়ে এসে ইয়াশভি জায়সাওয়ালকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে বিদায় করেন ফিলিপস। এরপর অষ্টম ওভারের প্রথম বলে সরফরাজকে বিদায় করেন এজাজ। এমন টার্নিং উইকেটে তার ফুল টসে সুইপ করতে গিয়ে ডিপ মিড উইকেটে রাচিন রবীন্দ্রর মুঠোয় ধরা পড়েন সরফরাজ। ফলে ১৬ রানের মধ্যে পাঁচটি উইকেট হারায় ভারত।
এরপর রবীন্দ্র জাদেজার সঙ্গে ৪২ রানের জুটি গড়েন পান্ত। এই জুটিও ভাঙেন এজাজ। তার অফসাইড স্টাম্পের বাইরে করা বলটি জাদেজার ব্যাট-প্যাডে লেগে ক্যাচ উঠলে এক হাতে লুফে নেন উইল ইয়াং। জাদেজার ব্যাটে আসে ২২ বলে ছয় রান।
দলীয় ১০৬ রানে পান্তের উইকেট হারায় ভারত। এজাজের বলে সামনে এসে ডিফেন্স করতে গিয়ে উইকেটরক্ষকের কাছে ক্যাচ তুলে দেন পান্ত। অবশ্য বলটি তার প্যাডে লেগেছিল কিনা সেটা নিয়ে কিছুটা সংশয় ছিল। রিভিউ নিয়েও অবশ্য উইকেটে থাকতে পারেননি তিনি।
এরপর ভারতকে স্বল্প কিছুক্ষণ স্বপ্ন দেখাচ্ছিলেন রবিচন্দ্রন অশ্বিন এবং ওয়াশিংটন সুন্দর। ২৯ বলে আট রান করে ফিরে যান অশ্বিন। পরের বলে আকাশ দিপকে বোল্ড করেন ফিলিপস। সুন্দর ২৫ বলে ১২ রান করে এজাজের বলে বোল্ড হলে ১২১ রানে ভারতের ইনিংস শেষ হয়।
এর আগে প্রথম ইনিংসে ২৩৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ২৮ রানের লিড নিয়ে ভারত থামে ২৬৩ রানে। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ১৭৪ রানে। এতে জয়ের জন্য ১৪৭ রানের লক্ষ্য পায় ভারত।