|| ডেস্ক রিপোর্ট ||
বর্তমান সময়ে বাংলাদেশ দলের পেস ব্যাটারির আঁতুড়ঘর ধরা হয় সিলেটকে। সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা ও আবু জায়েদ রাহী উঠে এসেছেন সেখান থেকেই। এবার তান্ডব দেখা গেল রংপুর বিভাগের বিপক্ষে জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় রাউন্ডের ম্যাচে।
এই তিন পেসারের আগুনে বোলিংয়ে ১৫৮ রানেই গুটিয়ে গেছে রংপুর বিভাগ। জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ২৪ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে সিলেট। দলটির হয়ে পিনাক ঘোষ ১৪ ও তৌফিক খান তুষার ৯ রান করে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন।
এই ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে বেশ ভালোই শুরু করেছিল রংপুর। ওপেনিং জুটিতে চৌধুরি মোহাম্মদ রিজওয়ান ও খালিদ হাসান মিলে তোলেন ৫১ রান। রিজওয়ানকে ব্যক্তিগত ২১ রানে বোল্ড করে উইকেটের খাতা খোলেন রাহী।
খানিক বাদে ফিরে যান খালিদও। ৩৩ রান করা এই ব্যাটারকে লেগবিফোর উইকেট বানান রাজা। এরপরই শুরু হয় রপুরের ব্যাটারদের আসা যাওয়া। একপ্রান্ত আগলে রেখে অধিনায়ক আকবর আলী খেলেন ৩৭ রানের ইনিংস। যদিও তিনিও লড়াই চালিয়ে যেতে ব্যর্থ হন।
শেষ ৯৬ রানের মধ্যে বাকি ৮ উইকেট হারিয়ে অল আউট হয়ে যায় রংপুর। সিলেটের হয়ে ৩টি করে উইকেট নেন খালেদ, রাজা ও আবু জায়েদ। একটি উইকেট নিয়েছেন তোফায়েল আহমেদ।