জাতীয় ক্রিকেট লিগ

নাঈম-রিশাদদের ধৈর্যশীল ব্যাটিংয়ে রংপুরের ড্র

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 18:23 Tuesday, October 29, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে ঢাকা বিভাগ ও রংপুর বিভাগের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে। ভেজা মাঠের কারণে ম্যাচের প্রথম দিনের খেলা হয়েছিল পরিত্যক্ত। ফলে ধারণা করা হচ্ছিল ম্যাচটি নিশ্চিত ড্রয়ের দিকেই এগোচ্ছে। হয়েছেও তাই। এই ম্যাচে আগে ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে ২৫৩ রানে অল আউট হয়েছিল রংপুর।

জবাবে আশিকুর রহমান শিবলির সেঞ্চুরিতে ভড় করে ৭৪ রানের লিড নিয়ে ঢাকা সংগ্রহ করে ৩২৭ রান। এরপর আবারও ব্যাট করতে নামে রংপুর। তারা তৃতীয় দিন শেষ করেছিল ২ উইকেটে ২৩ রান নিয়ে। চৌধুরি মোহাম্মদ রিজওয়ান ও নাঈম ইসলাম মিলে দিনের খেলা শেষ করেছিলেন ভালোভাবেই।

৫ রান নিয়ে দিন শুরু করা রিজওয়ান আউট হয়েছেন ৩২ রান করে। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ধৈর্য্যের পরীক্ষা দিয়েছেন রংপুরের ব্যাটাররা। আব্দুল্লাহ আল মামুন ৫২ বলে ১০ রান করে আউট হন। রানের খাতাই খুলতে পারেননি আবু হাসিম। তবে তানবির হায়দার ১২৬ বলে ২১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।

একপ্রান্ত আগলে রেখে খেলছিলেন নাঈম ইসলাম। তবে তিনি সেঞ্চুরি তুলে নিতে পারেননি তিনি। ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ এই ব্যাটার ফিরেছেন ২৪৬ বলে ৭৫ রান করে আউট হয়েছেন। শেষদিকে রিশাদ হোসেন ৫৮ বলে ১৯ রানে অপরাজিত ছিলেন। ফলে ধরে নেয়াই যায় রংপুরের ব্যাটারদের দক্ষতাতেই ড্র হয়েছে ম্যাচটি।

রংপুর ৭ উইকেটে ১৬৫ রান তুললে ম্যাচ ড্র ঘোষণা করেন আম্পায়াররা। সেই সময় ৯১ রানে এগিয়ে ছিল রংপুর। ঢাকার বোলারদের সামনে বড় সুযোগ ছিল দ্রুত উইকেট তুলে অল্প রানে গুটিয়ে দিয়ে ম্যাচ জয়ের। তবে আর সেটা হয়নি।

ঢাকার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সালাউদ্দিন শাকিল, এনামুল হক ও শুভাগত হোম। আর একটি উইকেট গেছে নাজমুল ইসলাম অপুর ঝুলিতে। প্রথম রাউন্ডের ম্যাচে রংপুর ৮১ রানের জয় পেয়েছিল চট্টগ্রাম বিভাগের বিপক্ষে। অন্যদিকে ঢাকা বিভাগ সিলেট বিভাগের বিপক্ষে ড্র করেছিল।