ভারত-নিউজিল্যান্ড সিরিজ

তৃতীয় টেস্টেও উইলিয়ামসনকে পাচ্ছে না নিউজিল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 12:48 Tuesday, October 29, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

দীর্ঘ ৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে নিউজিল্যান্ড। শুধু ম্যাচই জেতেনি তারা। টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে কিউইরা। তবে দলের এই ঐতিহাসিক অর্জনের সাক্ষী হতে পারেননি কেন উইলিয়ামসন।

শুরুতে জানা গিয়েছিল শুধু প্রথম টেস্টে খেলা হচ্ছে না এই তারকা ক্রিকেটারের। এরপর দ্বিতীয় টেস্ট থেকেও ছিটকে যান তিনি। এবার জানা গেছে ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টেও খেলা হচ্ছে না উইলিয়ামসনের। এই বিষয়টি নিশ্চিত করেছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ ও নির্বাচক কমিটির সদস্য গ্যারি স্টেড।

তিনি বলেছেন, 'কেনের (উইলিয়ামসন) উন্নতির ভালো লক্ষণ দেখা যাচ্ছে। তবে বিমানে চেপে বসে আমাদের সঙ্গে যোগ দেওয়ার অবস্থায় নেই এখনও। তার অবস্থা যদিও আশাপ্রদ, তবে আমাদের মনে হয়েছে, তার জন্য সবচেয়ে ভালো হয় নিউ জিল্যান্ডেই থেকে পুনবার্সনের শেষ ধাপটায় পুরোপুরি মনোযোগ দিলে, যেন ইংল্যান্ড সিরিজের জন্য ভালো হয়ে উঠতে পারে।'

ভারতের বিপক্ষে খেলতে না পারলেও ইংল্যান্ড সিরিজের শুরু থেকেই উইলিয়ামসনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী কিউই কোচ। তিনি নিজের প্রত্যাশার কথা জানিয়ে বলেছেন, 'ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটি এখনও মাস খানেক দূরে। কাজেই এখন সতর্ক পদক্ষেপ নিলে এটা নিশ্চিত হবে যে, ক্রাইস্টচার্চে প্রথম টেস্টের আগে সে পুরোপুরি প্রস্তুত হয়ে উঠবে।'

ভারত সিরিজের আগেই শ্রীলঙ্কায় টেস্ট খেলেছে নিউজিল্যান্ড। সেই সিরিজে কুঁচকিতে চোট পেয়েছিলেন উইলিয়ামসন। সেই চোটই ভারত সফর থেকে ছিটকে দিয়েছে তাকে। ২০১০ সালে উইলিয়ামসনের টেস্ট অভিষেক হয়েছিল ভারত সফর দিয়েই।

ভারতের মাটিতে ৮টি টেস্ট খেলেছেন তিনি। ৩৩.৫৩ গড়ে করেছেন ৫০৩ রান। একটি সেঞ্চুরির সঙ্গে রয়েছে তার ৩টি হাফ সেঞ্চুরি। আর ভারত সফরে যেতে পারবেন কিনা উইলিয়ামসন তা নিয়ে রয়েছে শঙ্কা। কারণ চলতি বছরই কেন্দ্রীয় চুক্তি থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন।