ভারতীয় ক্রিকেট

অবসরের ঘোষণা দিলেন ঋদ্ধিমান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 11:41 Monday, November 4, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে চলতি মৌসুমের পর আর মাঠে নামবেন না ঋদ্ধিমান সাহা। রবিবার রাতে সামাজিক যোগাযোগমাধ‌্যমে অবসরের কথা জানিয়ে দিয়েছেন এই উইকেটরক্ষক। ৪০ বছর বয়সী এই ক্রিকেটার খেলোয়াড়ি জীবনের পর কী করবেন সেটা অবশ্য জানাননি।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫ বছর ধরে বাংলার হয়ে খেলেছেন ঋদ্ধিমান। মাঝে দু’বছর ত্রিপুরার হয়ে খেলেছিলেন তিনি। সৌরভ গাঙ্গুলির কথায় চলতি মৌসুমে ফের বাংলার হয়েই রঞ্জি ট্রফিতে খেলছেন।

রবিবার রাতে ঋদ্ধিমান লিখেন, 'এই অবিস্মরণীয় যাত্রাপথের সঙ্গে যুক্ত প্রত‌্যেককে ধন‌্যবাদ জানাই। বাংলার হয়ে শেষবার এই মৌসুমে প্রতিনিধিত্ব করছি। বাংলার জার্সিতে উল্লেখযোগ‌্য অবদান রাখতে চাই।'

ভারত জাতীয় দলে মহেন্দ্র সিং ধোনির অবসরের পর উইকেটের পেছনে ঋদ্ধিমানই ছিলেন ভরসার প্রতীক। সেই সময় শুধু ভারত নয়, দক্ষতার কারণে গোটা বিশ্বের অন্যতম সেরা উইকেটরক্ষক হিসেবে বিবেচনা করা হত ঋদ্ধিমানকে।

২০২১ সালের শেষ দিকে অবশ্য জাতীয় দলে জায়গা হারান এই উইকেটরক্ষক। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০২১ সালের ডিসেম্বরে মনের অজান্তেই ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেন তিনি। সেটিই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।

ভারতের হয়ে ৪০টি টেস্ট আর ৯টি ওয়ানডেতে ১৩০০ এর বেশি রান করেছেন ঋদ্ধিমান। যেখানে রয়েছে তিনটি সেঞ্চুরি এবং ছয়টি হাফ-সেঞ্চুরি। উইকেটের পেছনে তিনি নেন ৯২টি ক্যাচ। ছিল ১২টি স্টাম্পিংও।

আইপিএলে পাঁচটি দলের হয়ে খেলে প্রায় ১২৮ স্ট্রাইক রেটে তিন হাজার রানের কাছাকাছি করেন ঋদ্ধিমান। মূলত ভারতের ক্রিকেটে ঋষভ পান্ত-লোকেশ রাহুলদের মতো উইকেটরক্ষক উঠে আসায় জাতীয় দলে ব্রাত্য হন তিনি।