আইপিএল

রাহুলকে ছেড়ে দিচ্ছে লক্ষ্ণৌ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 11:56 Friday, October 25, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মৌসুমের আগে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ছাড়ছেন লোকেশ রাহুল! এমন গুঞ্জন ছিল আগে থেকেই। সেই গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে ভারতের উইকেটকিপার ব্যাটারের জন্য। ইএসপিএন ক্রিকইনফোর মতে, আইপিএলের এবারের আসরের আগে রাহুলকে ছেড়ে দিচ্ছে লক্ষ্ণৌ। ফলে পরের আসরের দল পেতে মেগা নিলামে উঠতে হচ্ছে তাকে।

সবশেষ আসরে সানরাইজার্স হায়দরবাদের বিপক্ষে ৪ উইকেটে ১৬৫ রান তুলেছিল লক্ষ্ণৌ। ট্রাভিস হেড ও অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডবে ১০ উইকেট আর ১০.২ ওভার বাকি থাকতেই জয় তুলে নিয়েছিল হায়দরাবাদ। হারের পর হতাশা প্রকাশ করেছিলেন লক্ষ্ণৌ অধিনায়ক। এমন ভরাডুবি মেনে নিতে পারেননি সঞ্জীব গোয়েঙ্কাও। ম্যাচ শেষে তাই রাহুলের সঙ্গে উত্তপ্ত সুরে কথা বলেছিলেন তিনি।

এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই সমালোচনার ঝড় বইয়ে যায়। রাহুলকে কী লক্ষ্ণৌ রিটেইন করবে? রাহুল নিজে কী লক্ষ্ণৌতে থাকতে চাইবেন? লক্ষ্ণৌ রাহুলকে দলে রাখলেও তাকে কী অধিনায়কত্বে রাখবে? গত মৌসুম শেষ হওয়ার পর এই প্রশ্নগুলোই চারপাশে ঘুরপাক খেয়েছে। আইপিএলের গত আসরটা একেবারেই ভালো যায়নি তাদের। ১০ দলের টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের সাতে থেকে শেষ করেছিল লক্ষ্ণৌ।

যদিও শিরোপা জিততে না পারলেও নিজেদের প্রথম দুই আসরের দু’বার প্লে-অফে উঠেছিল তারা। তিন মৌসুম মিলে লক্ষ্ণৌর হয়ে সবচেয়ে বেশি রান করেছেন রাহুল। ২০২২ সালে আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ডানহাতি এই উইকেপকিপার ব্যাটার, করেছিলেন ৬১৬ রান। পরের আসরে অবশ্য টুর্নামেন্টের মাঝ পথে ছিটকে যেতে হয় তাকে। সবশেষ আসরেও লক্ষ্ণৌর হয়ে সবচেয়ে বেশি রান এসেছে তার ব্যাট থেকে।

৫২০ রান করলেও স্ট্রাইক রেট নিয়ে প্রায়শই সমালোচনার মুখে পড়তে হয়েছে রাহুলকে। গত আসরে ১৩৬.১৬ স্ট্রাইক রেটে রান করেছিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমগুলো প্রতিবেদন অনুযায়ী, স্ট্রাইক রেটের কারণে তাকে ছাড়তে চাইছেন প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। পরিসংখ্যানে দেখা গেছে রাহুল যত বেশি সময় ব্যাটিং করেন দল হারের সম্ভাবনা ততো বাড়ে। এমন অবস্থায় তরুণদের উপর ভরসা রাখতে যাচ্ছে লক্ষ্ণৌ।

গুঞ্জন আছে নিকোলাস পুরান, মার্কাস স্টইনিস, মায়াঙ্ক যাদব এবং রবি বিষ্ণইকে রিটেইন করতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। যদিও বেশ কিছুদিন আগে জহির খানকে মেন্টর হিসেবে ঘোষণা দেয়ার পর গোয়েঙ্কা জানিয়েছেন রিটেইন নিয়ে তারা এখনও সিদ্ধান্ত নেননি। এদিকে আগামী ৩১ অক্টোবরের মাঝে নিজেদের ধরে রাখা ও ছেড়ে দেয়া ক্রিকেটারের তালিকা আইপিএল কমিটির কাছে জমা দিতে হবে ফ্র্যাঞ্চাইজিদের।