আইপিএল

মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন বোলিং কোচ মামব্রে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 15:52 Wednesday, October 16, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন পরশ মামব্রে। ভারতের সাবেক এই পেসার বর্তমান বোলিং কোচ লাসিথ মালিঙ্গার পাশাপাশি একই পদে কাজ করবেন।

আইপিএলের আগামী আসরের আগে দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে গত আসরে পয়েন্ট টেবিলের তলানিতে শেষ করা মুম্বাই ফ্র্যাঞ্চাইজি। এ কারণে মার্ক বাউচারকে প্রধান কোচের পদ থেকে সরিয়ে দায়িত্ব দেয়া হয়েছে এই কোচকে। একইসাথে নতুন প্রধান কোচ হিসেবে ফিরিয়ে আনা হয়েছে মাহেলা জয়াবর্ধনেকে।

২০২১ সাল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত ভারতের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন মামব্রে। মাসখানেক আগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের কোচিং স্টাফের ছিলেন তিনি।

এরপর রাহুল দ্রাবিড় চুক্তি নবায়ন না করলে মামব্রেসহ কোচিং স্টাফের বাকি সদস্যরাও সেই পথ অনুসরণ করেন। ভারতের সাবেক প্রধান কোচ দ্রাবিড়ের বেশ ঘনিস্ট মামব্রে। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সে অবশ্য এবারই প্রথমবার কাজ করছেন না তিনি।

এর আগে ২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত মুম্বাইয়ের সহকারী কোচ ছিলেন মামব্রে। মুম্বাইয়ের হয়ে ২০১১ সালের আইপিএল শিরোপা জিতেছেন তিনি। একইবছর দলটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি শিরোপাও জিতেন তিনি। এরপর ২০১৩ সালেও চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি শিরোপা জিতে মামব্রে'র মুম্বাই।

ভারতের 'এ' দলকে কোচিং করানোর অভিজ্ঞতাও আছে মামব্রে'র। ২০০৫-০৬ এবং ২০০৬-০৭ মৌসুমে বেঙ্গলকে টানা দু'বার রঞ্জি ট্রফির ফাইনালে খেলিয়েছিলেন তিনি।

১৯৯৬ থেকে ১৯৯৮ সালের মধ্যে ভারতের হয়ে দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলেছেন মামব্রে। ঘরোয়া ক্রিকেটে তিনি মুম্বাইয়ের হয়ে খেলেছেন। ৯১টি প্রথম শ্রেণীর ম্যাচে ২৮৪টি উইকেট এবং ৮৩টি লিস্ট-এ ম্যাচে ১১১ উইকেট নেন এই পেসার।