আইপিএল

আইপিএল নিলামে তুললে ১৮ কোটি রুপি পাবেন রাহুল, বলছেন আকাশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 12:39 Friday, October 4, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামের আগে লোকেশ রাহুলকে রিটেইন করবে কিনা সেই ব্যাপারে এখনও কিছু জানায়নি লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে আকাশ চোপড়ার মতে রাহুলকে রিটেইন করা উচিত লক্ষ্ণৌর। মেগা নিলামে নাম দিলে রাহুল ১৮ কোটি রুপিতে বিক্রি হবেন বলেও ধারণা প্রকাশ করেছেন তিনি।

সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে আইপিএলে পথচলা শুরু হয়েছিলো রাহুলের। পরে গিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। এরপর পাঞ্জাব কিংস হয়ে ২০২২ সালে পা রাখেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টসে। ফ্র্যাঞ্চাইজিটির জন্মলগ্ন থেকে রয়েছেন তিনি।

সামলাচ্ছেন অধিনায়কের দায়িত্ব। প্রথম দুই মৌসুমে প্লে-অফে পা রাখলেও ২০২৪ সালে সপ্তম স্থানে শেষ করেছে তারা। পারফরম্যান্স যে দলটির মালিকের মনঃপুত হয়নি তা বোঝা যায় হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

সেখানকার একটি ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে ১০ উইকেটে হারের পর অধিনায়ক রাহুলকে মাঠে দাঁড়িয়েই রীতিমত ধমক দিয়েছিলেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। সেই ঘটনা ধরা পড়ে সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরায়। সেই ঘটনার পর থেকেই গুঞ্জন আছে পরবর্তী আইপিএলের আগে লক্ষ্ণৌ ছেড়ে দেবে রাহুলকে। যদিও সেই ঘটনার পর মালিকের বাসায় দাওয়াত খেতে গিয়েছিলেন রাহুল।

লক্ষ্ণৌতে রাহুলের ভবিষ্যৎ নিয়ে আকাশ বলেন, 'কে এল রাহুল প্রচুর অর্থ পাবে যদি এলএসজি ওকে ‘রিটেইন’ না করে। কোনো বিচক্ষণ দল’ই কে এলকে ছাড়বে না। ও যদি আইপিএল নিলামে যোগ দেয়, নিঃসন্দেহে ১৮ কোটি রুপির বেশী পাবে।'

আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা পারফর্মার কে এল রাহুল। ১৩২ ম্যাচে ৪৫.৪৬ গড়ে ৪৬৮৩ রান করেছেন তিনি। রয়েছে ৪ টি সেঞ্চুরি। একমাত্র ক্রিকেটার হিসেবে টানা চার মৌসুমে ৬০০ বা তার বেশী রান করার নজির রয়েছে তার।