|| ডেস্ক রিপোর্ট ||
মিড অন, মিড অফ, মিড অন, মিড উইকেট এবং কভার। ১২ বলের ছোট্ট ইনিংসে সাব্বির রহমান হাঁকিয়েছেন ৫ টি ছক্কা। ৩৪ রান করেও ছিলেন অপরাজিত। এমন বিধ্বংসী সাব্বির রহমানকে শেষ দেখা গিয়েছিলো কবে। তার ১২ বলে ৩৪ রানের অপরাজিত এক ইনিংসেও অবশ্য জিততে পারেনি হারারে বোল্টস।
সাব্বির রহমান যখন জিম আফ্রো টি-টেন লিগে হারারে বোল্টসের হয়ে ডাক পেলেন, তখন থেকেই কিছুটা আশা নিয়েই বসে ছিলেন দর্শকরা। বার বার রান আউট হয়ে তাদের আক্ষেপে পুরানো এই ডানহাতি ব্যাটার জ্বলে উঠলেন ২৭ সেপ্টেম্বর জোবার্গ বাংলা টাইগার্সের বিপক্ষে। খেলেন বিধ্বংসী এক ইনিংস।
ইনিংসের অষ্টম ওভারে দাসুন শানাকা আউট হওয়ার পর মাঠে নামেন সাব্বির রহমান। প্রথম দুই বলে পাননি রান নেয়ার কোন সুযোগ। তৃতীয় বলে মিড উইকেটে খেলে নেন সিঙ্গেল, খুলেন রানের খাতা।
তারপরের ওভারে এডাম মিলনের ওভারে হাকান দুইটি ছক্কা। ইনিংসের শেষ ওভারে অর্থাৎ ১০ম ওভারে আফগান বোলার করিম জানাত শেষ তিন বলে হাঁকান টানা ৩ ছক্কা। করেন দলের হয়ে সর্বোচ্চ ব্যাক্তিগত রান।
যদিও বিফলে যায় সাব্বিরের এই দারুণ ইনিংস। ম্যাচ জিততে পারেনি হারারে বোল্টস। ১০ ওভারে ১২১ রানের টার্গেট নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে আসা বাংলা টাইগার্স লক্ষ্যে পৌছে যায় ৪ উইকেট হাতে রেখে। যদিও টান টান উত্তেজনার ম্যাচে তাদের খেলতে হয় শেষ বল অব্দি।
২৮ সেপ্টেম্বর রাতে আবারও কোয়ালিফায়ার ১ এ মুখোমুখি হবে হারারে বোল্টস এবং বাংলা টাইগার্স। দুই দলের লড়াইয়ে জিততে পারলেই সরাসরি ফাইনাল। হারলে আছে কোয়ালিফায়ার ২ তে জিতে ফাইনালে যাওয়ার আরো এক সুযোগ।