বাংলাদেশ- ভারত সিরিজ

শুধু সাকিব নন, মুশফিক-মুমিনুলদের নিয়েও চিন্তিত হাথুরুসিংহে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 16:02 Wednesday, September 25, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে একেবারেই বাজে সময় পার করছেন সাকিব আল হাসান। তবে তার পারফরম্যান্স নিয়ে একটুও চিন্তিত নন চান্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশের হেড কোচ দলের মিডল অর্ডারের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে চিন্তিত।

ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে সাকিব করেন ৬৪ বলে ৩২ রান। ২৮০ রানে পরাজিত হওয়ার ম্যাচে দ্বিতীয় ইনিংসে তিনি খেলেন ৫৬ বলে ২৫ রানের ইনিংস। ব্যাটিংয়ের সময় সাকিবের নিবেদন নিয়েও সমালোচনা হচ্ছে গণমাধ্যমে।

কেননা ব্যাটিং করার সময় হেলমেটের স্ট্র্যাপ কামড়ে ব্যাটিং করছেন তিনি। চোখেও দেখতেও কিছুটা সমস্যা বোধ করছেন সাকিব- এমনও গুঞ্জন আছে। তবে সাকিবের পারফরম্যান্স নিয়ে মোটেও হতাশ নন হাথুরুসিংহে।

তিনি বলেন, 'আমি তার পারফরম্যান্স নিয়ে হতাশ নই, গোটা দলের পারফরম্যান্স আরও ভালো হতে পারত। আমরা আরও ভালো করতে পারতাম। আমি নিশ্চিত সেও এটা জানে যে, আরও ভালো পারফর্ম করতে পারে। তার সামর্থ্য আমরা সবাই জানি। আমার মতে দ্বিতীয় ইনিংসে সে সত্যিই ভালো ব্যাটিং করেছে। এমন না যে সে তার সেরা সময়ে নেই। আপনাকে এটা বুঝতে হবে প্রতিপক্ষে মানসম্পন্ন বোলার আছে।'

চেন্নাই টেস্টে ভালো করতে পারেননি মুমিনুল হক, মুশফিকুর রহিমদের মতো বাংলাদেশের মিডল অর্ডারের কোনও ব্যাটার। কেবল নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ইনিংসে করেন ১২৭ বলে ৮২ রান। এ ছাড়া উল্লেখ করার মতো ইনিংস খেলতে পারেননি কেউই।

ব্যাটারদের এমন ব্যর্থতা নিয়ে টিম মিটিংয়ে আলাপ করেছেন বাংলাদেশের হেড কোচ। উইকেটে সেট হয়ে গেলে খেলা লম্বা করার পরামর্শ দিয়েছেন তিনি। হাথুরুসিংহে আরও বলেন, 'যা নিয়ে আমরা কথা বলছি তা হলো মাঝের ওভারগুলোতে আমরা ভালো করতে পারি কিনা। আমরা জানি আমরা কি চাই। সাধারণত আমরা বলি আপনি যদি শুরু পেয়ে যান, ইনিংস বড় করেন।'

'সবচেয়ে বেশি চিন্তার ব্যাপার হচ্ছে কয়েকজন ৩০ বল করে খেলে ফেলে, এরপর ক্রিকেটে যা উচিত তা হচ্ছে আরও সামনে এগিয়ে নেয়া। ভারতে অনেক ধরনের চ্যালেঞ্জের মুখে আমাকে পড়তে হচ্ছে, সেটাও আমরা জানি। তাই আমাদের লম্বা সময় ধরে ব্যাটিং করে যাওয়া উচিত।'