টি-টোয়েন্টি বিশ্বকাপ

যে কারও চেয়ে ট্রফিটি দ্রাবিড়ের বেশি প্রাপ্য: রোহিত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 11:47 Sunday, June 30, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

খেলোয়াড়ি জীবনে কখনোই বৈশ্বিক কোনও শিরোপা জেতেননি রাহুল দ্রাবিড়। ভারতের হেড কোচ হওয়ার পরও টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দলের হার দেখেছেন দেশটির সাবেক এই ক্রিকেটার। শিরোপা জিততে যে ভাগ্যও লাগে, এটা ফাইনালের আগের দিনই বলেছিলেন দ্রাবিড়। আর সেই ভাগ্যের সহায়তায় রুদ্ধশ্বাস ফাইনালে শিরোপা জিতে দলের সঙ্গে করলেন 'স্বভাববিরোধী' বুনো উদযাপন। ফাইনাল জেতাটা রাহুল দ্রাবিড়ের জন্যই সবচেয়ে প্রয়োজন ছিল বলে মনে করেন রোহিত শর্মা।

দ্রাবিড়ের খেলোয়াড়ি জীবনে ২০০৩ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলে ভারত। সেবার রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার কাছে হারতে হয় দলটিকে। শিরোপার খুব কাছে গিয়েও সেটাকে ধরতে পারেননি দ্রাবিড়।

ভারতের হেড কোচ হওয়ার পরও ভাগ্যে খুব একটা পরিবর্তন আসেনি তার। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দলকে হারতে দেখেন তিনি। একই বছরের নভেম্বরে, একই দলের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালও হারে ভারত। এবার সাউথ আফ্রিকার বিপক্ষে ভারতের ফাইনাল জয়ে অপূর্ণতা ঘুচে গেছে দ্রাবিড়ের।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোহিত বলেন, 'আমি মনে করি, আমাদের যে কারও চেয়ে ট্রফিটি তারই (দ্রাবিড়) বেশি প্রাপ্য। গত ২০-২৫ বছর ধরে ভারতের ক্রিকেটের জন্য তিনি যা করেছেন, আমার মতে, তার অর্জনের ঝুলিতে এটিই (বিশ্বকাপ ট্রফি) শুধু বাকি ছিল।'

'পুরো দলের পক্ষ থেকে তার জন্য এটি সত্যিই করতে পারায় আমি খুবই খুশি। আপনারা দেখেছেন, কতটা গর্বিত ও উচ্ছ্বসিত ছিলেন তিনি। এই উপলক্ষের জন্য সত্যিই কৃতজ্ঞ।'

এদিকে ফাইনালের আগের দিনই শিরোপা জিততে যে ভাগ্যের প্রয়োজন সেটা স্পষ্ট করে বলেছিলেন দ্রাবিড়, 'ভারতীয় দল অনেক ধারাবাহিকতা দেখিয়েছে এবং এটা ভালো ব্যাপার। এবার যদি আমরা ভালো খেলি, যদি ভাগ্যকে পাশে পাই ও অন্যান্য কিছু ঠিক রাখতে পারি, তাহলে আশা করি জিতব।'

ভারতের হেড কোচ হিসেবে দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়েছে এই বিশ্বকাপ দিয়েই। অর্থাৎ, এবার যদি শিরোপা না জিততেন, তাহলে এই শিরোপা চির অধরা হয়ে থাকতো তার কাছে।