টি-টোয়েন্টি বিশ্বকাপ

অবসর নেয়ার ইচ্ছাই ছিল না রোহিতের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 14:21 Monday, July 1, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানান রোহিত শর্মা। শুধু রোহিত একাই নন, একে একে অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাও। আর এই বিশ্বকাপ দিয়েই শেষ হয়েছে কোচ রাহুল দ্রাবিড়ের চুক্তির মেয়াদও।

এদিকে অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জয়ের পর কিভাবে সেটা উদ্‌যাপন করবেন, তা নাকি বুঝতে পারছিলেন না রোহিত। সংবাদ সম্মেলিনে এমনটাই জানিয়েছিলেন তিনি। আর সেখনেই নিজের অবসরের ঘোষণাটাও দিয়ে বসেন এই ব্যাটার।

সংবাদ সম্মেলন শেষে ভারতের সাংবাদিকদের মুখোমুখি হয়ে অবশ্য অন্য কথা বলেছেন রোহিত। সেখানে বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক জানান, টি–টোয়েন্টিকে বিদায় জানানোর ইচ্ছা তার ছিল না। কিন্তু পরিস্থিতিটা এমন ছিল যে এটাকেই তাঁর কাছে মনে হয়েছে অবসর নেয়ার সঠিক সময়।

বার্বাডোজের কেনসিংটন ওভালের ফাইনালে বাংলাদেশ সময় পরশু রাতে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয় টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। এরপর সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক টি–টোয়েন্টি থেকে অবসর নেওয়ার ঘোষণায় রোহিত বলেন, ‘এটা ছিল আমারও শেষ ম্যাচ। বিদায় বলার জন্য এর চেয়ে ভালো সময় আর হয় না। আমি এটা (টি–টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি) খুব করে পেতে চেয়েছি। এর অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।’

এবারের বিশ্বকাপে ফাইনালের আগে কোহলি ব্যাট হাতে কিছুই করতে পারেননি। কিন্তু রোহিত ৮ ইনিংসে ২৫৭ রান নিয়ে হয়েছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এমন ছন্দে থাকা অবস্থায় কেন অবসর নিলেন—সংবাদ সম্মেলনের পর রোহিতকে পেয়ে এমন প্রশ্ন করেছিলেন ভারতের সাংবাদিকেরা।

এই প্রশ্নের উত্তরে ৩৭ বছর বয়সী রোহিত বলেছেন, ‘আমার পরিকল্পনা ছিল না যে আমি আন্তর্জাতিক টি–টোয়েন্টি থেকে অবসর নেব। কিন্তু পরিস্থিতিটা এমন ছিল...আমি ভাবলাম আমার জন্য এটাই সঠিক পরিস্থিতি। বিশ্বকাপ জিতে বিদায় বলার চেয়ে ভালো পরিস্থিতি আর হতে পারে না। এ কারণেই আমি এমন সিদ্ধান্ত নিয়েছি।’