টি-টোয়েন্টি বিশ্বকাপ

‘ভারতের ভাগ্যে শিরোপা লেখাই ছিল’, বলছেন রোহিত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 10:46 Sunday, June 30, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

গত কয়েকবছর ধরে শিরোপার খুব কাছ থেকে ঘুরে আসতে হচ্ছিল রোহিত শর্মার ভারতকে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল- এগুলো সম্ভাবনা তৈরি করেও হেরেছে ভারত। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে শিরোপা একরকম 'লেখাই ছিল' বলে মনে করেন রোহিত।

ম্যাচ শেষ হতেই কেনসিংটন ওভালের সবুজ ঘাসে রীতিমতো ছোট শিশু বনে যান রোহিত। প্রথমে উপুড় হয়ে কিছুক্ষণ শুয়ে থাকেন। একটু পর হাত-পা দুদিকে দিয়ে আকাশের দিকে মুখ করে শুয়ে থাকেন। এরপর হাঁটু গেড়ে বসে থাকেন।

তারপর একসময় ছোটাছুটি শুরু করেন মাঠের এদিক ওদিক। যাকে সামনে পাচ্ছিলেন তাকেই জড়িয়ে ধরছিলেন। ম্যাচের শেষ ওভার করা হার্দিক পান্ডিয়াকে তো কোলেই তুলে নিলেন। তার এমন উল্লাসই বলে দিচ্ছিল একটি শিরোপার জন্য কতোটা অপেক্ষা করেছিলেন তিনি ও তার দল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোহিত বলেন, 'আমি বিশ্বাস করি, যা (ভাগ্যে) লেখা আছেই, তা হবেই। আমার মনে হয়, এটা লেখা হয়েই ছিল। তবে অবশ্যই, ম্যাচ শেষ হওয়ার আগে তো আর জানা যায় না যে, এটাই আছে লেখা। খেলাটাই এমন। নইলে তো আমরা অনায়াসেই এসে বলতে পারি যে, এটা ভাগ্যেই ছিল।'

'আমার মনে হয়, সবকিছু এরকম হওয়ারই কথা ছিল। একটা পর্যায়ে, আমরা কতটা পেছনে ছিলাম! উইকেট খুব ভালো আচরণ করছিল, ওরা ভালো ব্যাটিং করছিল। বিকল্প যা ছিল, ব্যবহার করতেই হতো আমাকে। বুমরাহর ওভারটি ১৮তম ওভারে শেষ করতেই হতো। সবকিছুই তাই পরিকল্পনামতো এগোতেই হতো।'

অধিনায়ক হিসেবে ভারতের হয়ে এটাই প্রথম শিরোপা রোহিতের। তবে ২০০৭ সালে ইতিহাসের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের হয়ে শিরোপা জিতেন তিনি। দীর্ঘ আইপিএল ক্যারিয়ারে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অধিনায়ক হিসেবে পাঁচটি ও ডেকান চার্জাস হায়দরবাদের হয়ে একটি শিরোপা জিতেন তিনি।

ক্যারিয়ারে এবারের শিরোপাটাই সবচেয়ে বড় অর্জন কিনা সেটা অবশ্য জানেন না রোহিত, 'আমি বলতেই পারি, সবচেয়ে সেরা মুহূর্ত এটিই…। একমাত্র কারণ, কতটা মরিয়া হয়ে এটা জিততে চাইছিলাম। এত এত রান, এত বছর ধরে এত রান যা করেছি, সেসবেরও মূল্য আছে। তবে পরিসংখ্যান ও এসব নিয়ে আমার ভাবনা খুব বেশি নেই। ভারতের হয়ে ম্যাচ জয়, দেশের হয়ে ট্রফি জয়ের দিকেই সবসময় তাকিয়ে থাকি।'

'এবং এই মুহূর্তে, আমার পাশে এই ট্রফিটি থাকা… জানি না, সত্যি বলতে, এটিই সবচেয়ে সেরা কি না… সেরাগুলোর একটি তো বটেই।'