|| ডেস্ক রিপোর্ট ||
ব্রিসবেন হিটের কাছে ১০৩ রানের বড় ব্যবধানে হেরে বিগ ব্যাশের এবারের মৌসুম শুরু করেছে মেলবোর্ন স্টারস। বড় হারের সঙ্গে গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে দুঃসংবাদ পেয়েছে দলটি। চোটের কারণে পরবর্তী ম্যাচে পার্থ স্কচার্সের সঙ্গে অধিনায়ককে পাচ্ছে না স্টারস। এমনটাই জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
বড় লক্ষ্য তাড়ায় ব্যাটিং করার সময় বাহুর পেশিতে টান লাগে ম্যাক্সওয়েলের। ব্যাটিং করার সময় দুবার চিকিৎসা নিয়েছিলেন তিনি। এমনকি বাহুতে টেপ লাগিয়েও ব্যাটিং করতে দেখা গেছে ডানহাতি এই ব্যাটারকে। আউট হয়ে ফেরার পর ডাগ আউটে বসে বরফ নিয়েছেন ম্যাক্সওয়েল।
স্টারসের অধিনায়ক না থাকায় পার্থের বিপক্ষে বড় দায়িত্ব নিতে হবে মার্কাস স্টইনিসকে। সেই সঙ্গে এক স্পিন বোলিং অলরাউন্ডারও হারাচ্ছে স্টারস। তবে সেরে ওঠার জন্য পর্যাপ্ত সময় পাচ্ছেন ম্যাক্সওয়েল। পার্থের সঙ্গে ম্যাচ শেষ হওয়ার পর আগামী ২৩ ডিসেম্বর সিডনি থান্ডারের বিপক্ষে খেলবে তারা। যেখানে মাঝে প্রায় ১০ দিনের বিরতি রয়েছে।
ম্যাক্সওয়েলের সঙ্গে নাথান কোল্টার নাইলকেও হারাতে হচ্ছে স্টারসকে। ব্রিসবেন হিটের সঙ্গে খেলার সময় চোটে পড়েন তিনিও। যদিও একজন রানার সঙ্গে নিয়ে ১১ নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন নাথান। চলতি সপ্তাহে স্ক্যান করানোর কথা রয়েছে তার। তবে স্টারসের জন্য সুখবর হচ্ছে পরের ম্যাচে পাওয়া যেতে পারে পাকিস্তানের পেসার হারিস রউফকে।
এমন দুঃস্বপ্নের ম্যাচে বাজিতে হারতে হয়েছে ম্যাক্সওয়েলকে। ম্যাচের আগে কলিন মুনরোর সঙ্গে বাজি ধরেছিলেন তিনি। বাজিটা এমন ছিল ব্রিসবেন হিট ও স্টারসের ম্যাচে যে হাফ সেঞ্চুরি পাবে তাকে অন্যজন কেএফসিতে খাওয়াবে। সেই ম্যাচে মুনরো অপরাজিত ৯৯ রানের ইনিংস খেললেও ম্যাক্সওয়েল আউট হয়েছিলেন মাত্র ২৩ রানে।
ফলে বাজিতে হেরে গেছেন ম্যাক্সওয়েল। যার ফলে কেএফসিতে গিয়ে মুনরোকে খাওয়াতে হবে তার। তাদের দুজনের বাজি নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুনরো বলেন, ‘আমি এবং ম্যাক্সওয়েল বাজি ধরেছিলাম। বাজিটা এমন ছিল যে আমাদের মাঝে কেউ একজন যদি ৫০ করে তাহলে আমরা কেএফসিতে যাবো। সুতরাং আজকে সে আমাকে ট্রিট দেবে।’