জাতীয় ক্রিকেট লিগ

জাতীয় লিগের দিনক্ষণ নির্ধারণ

সৈয়দ সামি

সৈয়দ সামি
Publish Date: 17:48 Monday, September 30, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মর্যাদার আসর জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু হচ্ছে ১০ অক্টোবর থেকে। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে টুর্নামেন্ট কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠক শেষে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন জানিয়েছেন, টুর্নামেন্টটিকে কিভাবে আরও আকর্ষণীয় করা যায় এই বিষয়ে বিভাগীয় সম্পাদকদের সঙ্গে আলোচনা হয়েছে বিসিবির।

এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, 'জাতীয় ক্রিকেট লিগ নিয়ে আমাদের টুর্নামেন্ট কমিটির সঙ্গে মিটিং হয়েছে। সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে আগামী ১০ অক্টোবর আমরা জাতীয় ক্রিকেট লিগ শুরু করবো। এছাড়া টুর্নামেন্টের আয়োজন সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আমাদের বিভিন্ন বিভাগীয় সাধারণ সম্পাদকদের সঙ্গে আলোচনা হয়েছে। টুর্নামেন্টটিকে কিভাবে আরও আকর্ষণীয় করা যায় এই বিষয়ে কথা হয়েছে।'

লঙ্গার ভার্সন ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে চলতি মাসের শেষেই শুরু হবে খেলোয়াড়দের বিপ টেস্ট। জাতীয় লিগের এবারের আসরে খেলার জন্য ক্রিকেটারদের বিপ টেস্টে অন্তত ১১ পয়েন্ট পেতে হবে।

এই বিষয়টি নিশ্চিত করার জন্য নির্বাচকদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন নিজাম উদ্দিন। এ ছাড়া এবার থেকে জাতীয় দলের খেলোয়াড়দের জাতীয় লিগে খেলা বাধ্যতামূলক করেছে বিসিবি।