তামিম ইকবাল (বামে), সালমান হোসেন ইমন (ডানে), ক্রিকফ্রেঞ্জি

তামিমের ৯১ ম্লান করে শেষ ওভারে বরিশালকে জেতালেন সালমান

৬ বলে ২৫ রান! চট্টগ্রাম বিভাগকে হারিয়ে ম্যাচ জিততে হলে শেষ ওভারে এমন কঠিন সমীকরণ মেলাতে হতো বরিশাল বিভাগকে। ইরফান হোসেনের বিপক্ষে কাজটা একেবারেই সহজ ছিল না সালমান হোসেন ইমন ও মইনুল ইসলামের জন্য। ডানহাতি পেসারের ফুলার লেংথের প্রথম ডেলিভারি থেকে রানই বের করতে পারলেন না সালমান। অফ স্টাম্পের বাইরের পেয়ে বলে ডিপ পয়েন্ট নিয়ে সীমানা ছাড়া  করেছেন ডানহাতি এই ব্যাটার। পরের বলে ছক্কা মেরেছেন ডিপ মিড উইকেটের উপর দিয়ে। চতুর্থ বলে এক্সট্রা কভারের উপর দিয়ে চার মারলে শেষ ২ বলে বরিশালের প্রয়োজন হয় ৯ রান।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক