ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও সিরিজ জিতল সাউথ আফ্রিকা ইমার্জিং নারী দল, ক্রিকফ্রেঞ্জি

টি-টোয়েন্টিতেও সিরিজ হারলেন স্বর্ণা-শারমিনরা

রুবাইয়া হায়দার ঝিলিকের সঙ্গে ভালো শুরু পেলেন শারমিন সুলতানা, আফিয়া আসিমা ইরা ও স্বর্ণা আক্তার। তবে তাদের কেউই বাংলাদেশ ইমার্জিং নারী দলকে একা টানতে পারলেন না। ইনিংসও বড় করতে পারলেন না কেউই। আলেকজান্দ্রা ক্লার ক্যান্ডলারের সঙ্গে ডেলমারি টাকারের দারুণ বোলিংয়ে ১১৭ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। একশ'র বেশি রান তাড়ায় ফে টানিক্লিফ, ক্লার ক্যান্ডলার ও সিমোনে লরেন্সের ব্যাটে ৮ উইকেটের বড় জয় পেয়েছে সাউথ আফ্রিকা ইমার্জিং নারী দল। এ জয়ে ওয়ানডের পর ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজও জিতে নিয়েছে সফরকারীরা।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক