ক্রিকফ্রেঞ্জি

ধানমন্ডির হার, দুই ম্যাচ পর জিতল প্রাইম ব্যাংক

ডিপিএলের শুরুটা ভালো হলেও সবশেষ দুই ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জ ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে জিততে পারেনি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তবে দুই ম্যাচ পর জয়ে ফিরেছে তারা। মিরপুরে সাব্বির হোসেন, জাকির হাসান, ইরফান শুক্কুর ও শামীম হোসেন পাটোয়ারির হাফ সেঞ্চুরিতে তিনশ ছাড়ানো পুঁজি পায় প্রাইম ব্যাংক। দলকে জেতাতে বাকি কাজটা সেরেছেন হাসান মাহমুদ ও আরাফাত সানিরা। ধানমন্ডি স্পোর্টস ক্লাবের ফজল মাহমুদ রাব্বি ৭৯ এবং ইয়াসির আলী ৪৬ রান করলেও শেষের ব্যাটারদের ব্যর্থতায় ২৫৩ রানের বেশি করতে পারেনি তারা। ধানমন্ডিকে ৫৫ রানে হারিয়ে জয়ে ফিরল প্রাইম ব্যাংক।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক