আল-আমিনের লড়াকু ইনিংসে প্রাইম ব্যাংকের বড় সংগ্রহ

promotional_ad

বিকেএসপির তিন নম্বর মাঠে আজ ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে খেলতে নেমেছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আর এই ম্যাচে শুরুতে ব্যাটিং করে খেলাঘরকে ২৬২ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে মনির হোসেনের প্রাইম ব্যাংক। 


দলের পক্ষে বলা যায় অনেকটা একাই লড়াই করেছেন ডানহাতি ব্যাটসম্যান আল-আমিন। তিনি একাই খেলেছেন ৯৬ বলে ৯৪ রানের দুর্দান্ত একটি ইনিংস। সেঞ্চুরি মিস করলেও দলকে বড় পুঁজি এনে দিতে সক্ষম হয়েছেন তিনি। 


আল-আমিন ছাড়াও ওপেনার মেহরাব হোসেন জুনিয়র দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন। মিডল অর্ডার ব্যাটসম্যান নাহিদুল ইসলামের ব্যাট থেকে আসে ২৮ রান। শেষের দিকে মনির হোসেন (২১) এবং শরিফুল ইসলামও (২২) খেলেন বিশ ঊর্ধ্ব দুটি ইনিংস। শেষ পর্যন্ত ১ বল আগে ২৬১ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক।     


promotional_ad

খেলাঘরের পক্ষে সবথেকে সফল বোলার ছিলেন মোহাম্মদ সাদ্দাম। ৯.৫ ওভার বোলিং করে ৫৮ রানে ৪ উইকেট শিকার করেন তিনি। ২৮ রানে ৩ উইকেট নিয়েছেন তানভির ইসলাম। এছাড়াও রবিউল ইসলাম রবি ২টি এবং মাসুম খান ১টি উইকেট পেয়েছেন।


প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব- 


মেহেদি মারুফ, মেহরাব হোসেন জুনিয়র, জাকির হাসান, আল-আমিন, নাহিদুল ইসলাম, ইউসুফ পাঠান, দেলোয়ার হোসেন, সাজ্জাদুল হক, মনির হোসেন (অধিনায়ক), শরিফুল ইসলাম, এনামুল হক জুনিয়র। 


খেলাঘর সমাজ কল্যাণ সমিতি- 


রবিউল ইসলাম রবি, সাদিকুর রহমান, অমিত মজুমদার, রাফসান আল মাহমুদ, আল মেনেরিয়া, মাহিদুল ইসলাম অঙ্কন, মাসুম খান, মইনুল ইসলাম, মোহাম্মদ সাদ্দাম, তানভির ইসলাম, হাসান মাহমুদ। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball