হাথুরুসিংহের সমালোচনার জবাব দিলেন মাশরাফি

ছবি:

দায়িত্ব ছাড়ার পরে বিদায়ী কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলে গিয়েছিলেন সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে মনোমালিন্য হওয়ার কারণেই তাদের প্রতি নাখোশ তিনি। তার হয়ে এই কথাটি মিডিয়ায় বলেছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
তবে এই কথার কড়া সমালোচনা করেছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার মতে, এমন কিছুই হয়নি। একাত্তর টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,
"আমার মনে হয়না তার সাথে কারো কথা কাটাকাটি হয়েছে বা কিছু। তার সঙ্গে আমরা তিন বছর ছিলাম। আমি অধিনায়ক হিসেবে সীমিত ওভারের খেলায় ছিলাম, মুশফিক টেস্টে ছিল। সাকিবও ছিল। কিন্তু কারো সাথে এমন কোনো ঘটনা ঘটেনি।"

এদিকে গুজব রটেছে কোচ পদের জন্য বিসিবির কাছে সাক্ষাৎকার দেওয়া রিচার্ড পাইবাসকে চায়না দলের অধিনায়করা। এই ব্যাপারেও মুখ খুলেছেন সদ্য সমাপ্ত বিপিএল শিরোপা জয়ী এই অধিনায়ক।
জানিয়েছেন, "আমাকে কোচ নির্বাচন প্রসঙ্গে মন্তব্য করতে বলা হলে আমি দশবার ভাববো যে এটা বলার এখতিয়ার আমার আছে কি না। কেননা এগুলোর জন্য বোর্ড আছে। বোর্ডের অনেক নীতিনির্ধারক আছে।
আমাদের যে কারণে ডাকা হয়েছিলো তা হচ্ছে কি হাথুরুসিংহে যাওয়ার পর কাউকে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি ভাবছি-- এসব নিয়ে। যেই আসুক তার সঙ্গে আমাদের দ্রুত খাপ খাইয়ে নিতে হবে অথবা যেই আসুক সে যেন আমাদের সঙ্গেও মিশে যায়।"