মাশরাফীর মধুর প্রতিশোধ

ছবি:

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) তৃতীয় এবং চতুর্থ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে বিপিএল মাতিয়েছেন টাইগার কাপ্তান মাশরাফী বিন মর্তোজা। এমনকি তার হাত ধরেই তৃতীয় আসরে শিরোপা ঘরে তুলে কুমিল্লা।
কিন্তু চতুর্থ আসরে এসে শেষ চারে জায়গা করে নিতে পারেনি নাফিসা কামালের মালিকানাধীন কুমিল্লা। আর দল শেষ চারে যেতে না পারায় মাশরাফীকে পড়তে হয় নানা সমালোচনায়।
এমনকি একাদশ সাজানো নিয়ে মাশরাফীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন কুমিল্লা কর্তৃপক্ষ। ঘটনার জের ধরে টিম হোটেল পর্যন্ত ছাড়তে বাধ্য হন কুমিল্লার নেতৃত্বে থাকা মাশরাফী।

এরপর বিপিএলের পঞ্চম আসর শুরুর কয়েক দিন আগে জানা যায় যে কুমিল্লার হয়ে আর খেলবেন না মাশরাফী। দল ছেড়ে রংপুর রাইডার্সে যোগ দেন তিনি। আর মাশরাফীর বদলে কুমিল্লা দলে ভেরায় তামিম ইকবালকে।
আর এবার সেই কুমিল্লাকেই বিপিএলের দ্বিতীয় কোয়ালিফাইনালে হারিয়ে সোমবার ফাইনালের টিকিট পেয়েছে রংপুর। এদিন রংপুরের কাছে ৩৬ রানে হেরে বিপিএলের পঞ্চম আসর থেকে বিদায় নেয় কুমিল্লা।
এই মাশরাফীর হাতেই ভাগ্য পুড়লো কুমিল্লার। হয়তো ম্যাচ শেষে কুমিল্লার সমর্থকরা আফসসই করেছেন যে হয়তো মাশরাফী থাকলে দ্বিতীয় বারের মত ফাইনালে খেলতে পারতো দলটি।